মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
জাকাতের টাকা আত্মসাৎ

সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

আমৃত্যু কারাদন্ডে দন্ডিত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের শুনানি ২৮ ডিসেম্বর ধার্য করেছে আদালত।

গতকাল রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসায় স্থাপিত বিশেষ জজ আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরা এই দিন ধার্য করেন। এ ছাড়াও সাঈদীর বিরুদ্ধে আয়কর ফাঁকির আরেকটি মামলায় বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই মামলায় আবার ৬ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এর আগে সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দেলাওয়ার হোসাইন সাঈদীকে বকশীবাজারে অবস্থিত আদালতে আনা হয়। উল্লেখ্য, ২০০৯ সালে জাকাতের অর্থ আত্মসাতের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে দন্ডিত সাঈদীর বিরুদ্ধে মামলা করে ইসলামিক ফাউন্ডেশন। আর ২০১২ সালে কর ফাঁকির মামলার অভিযোগ গঠন হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর