রেসিং করে উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় জহির উদ্দিন নামে এক বিচারককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলী আকবর ইকবাল ও হাসান আলী জিসান নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকালে নগরীর পতেঙ্গা থানাধীন চরপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আলী আকবর ইকবাল আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের ছেলে। হামলার শিকার জহির উদ্দিন পঞ্চম যুগ্ম দায়রা জজ হিসেবে দায়িত্বরত রয়েছেন। পতেঙ্গা থানার ওসি জুবায়ের সৈয়দ বলেন, বিচারকের ওপর হামলার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পতেঙ্গা থানার উপপরিদর্শক মনির হোসেন বলেন, বুধবার বিকালে আউটার রিং রোডে উল্টো পথে বেপরোয়াভাবে মোটরসাইকেল রেস করছিল আলী আকবর ও জিসান। বিচারক জহির উদ্দিন তাদের এমন আচরণের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে দুজন বিচারকের ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় লোকজন তাদের হাত থেকে বিচারককে উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা যায়, আলী আকবরের বাবা বন্দর থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হাজী ইকবাল আলোচিত ও সমালোচিত। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। বিতর্কিত কর্মকান্ডের জন্য হাজী ইকবাল সমালোচিত। বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘হায় মুজিব’, ‘হায় মুজিব’ আর্তচিৎকার করে নিজের পিঠে খঞ্জর দিয়ে আঘাত করে ব্যাপক সমালোচনার জন্ম দেন হাজী ইকবাল।