রেসিং করে উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় জহির উদ্দিন নামে এক বিচারককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলী আকবর ইকবাল ও হাসান আলী জিসান নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকালে নগরীর পতেঙ্গা থানাধীন চরপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আলী আকবর ইকবাল আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের ছেলে। হামলার শিকার জহির উদ্দিন পঞ্চম যুগ্ম দায়রা জজ হিসেবে দায়িত্বরত রয়েছেন। পতেঙ্গা থানার ওসি জুবায়ের সৈয়দ বলেন, বিচারকের ওপর হামলার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পতেঙ্গা থানার উপপরিদর্শক মনির হোসেন বলেন, বুধবার বিকালে আউটার রিং রোডে উল্টো পথে বেপরোয়াভাবে মোটরসাইকেল রেস করছিল আলী আকবর ও জিসান। বিচারক জহির উদ্দিন তাদের এমন আচরণের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে দুজন বিচারকের ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় লোকজন তাদের হাত থেকে বিচারককে উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা যায়, আলী আকবরের বাবা বন্দর থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হাজী ইকবাল আলোচিত ও সমালোচিত। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। বিতর্কিত কর্মকান্ডের জন্য হাজী ইকবাল সমালোচিত। বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘হায় মুজিব’, ‘হায় মুজিব’ আর্তচিৎকার করে নিজের পিঠে খঞ্জর দিয়ে আঘাত করে ব্যাপক সমালোচনার জন্ম দেন হাজী ইকবাল।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
রেসিংয়ের প্রতিবাদ করায় বিচারককে মারধর
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর