মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর

তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলায় যুবলীগ নেতা আনিসুর রহমানসহ তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে আসামিদের জেলহাজত থেকে আদালতে আনা হয়। পুলিশ এ মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে   আবেদন করেছিল। বাদীপক্ষের আইনজীবী জয়দেব কুমার বিশ্বাস বলেন, ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতারকৃতদের কোনো মদদদাতা আছে কি না তা খুঁজে বের করতে আসামিদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে আদালতের কাছে তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা কুমারখালী থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান বলেন, জিজ্ঞাসাবাদের মাধ্যমে ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মদদদাতাদের খুঁজে বের করার চেষ্টা করা হবে। এদিকে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সমাবেশ করেছে স্থানীয় নাগরিক পরিষদ। গতকাল কলেজ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুমারখালী পৌর মেয়র শামসুজ্জামান অরুণ, মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, শিলাইদহ ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন খান তারিক, কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি মনির হাসান রিন্টুসহ অন্যরা।

 

সর্বশেষ খবর