বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচন

মনোনয়নপত্র বৈধ ৩৪১৫ জনের

নিজস্ব প্রতিবেদক

মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগে তিন পদে মোট মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৩৫৬২ জন। এর মধ্যে তিন পদে ৬১ পৌরসভায় বাছাইয়ে বাদ পড়েছে ১৪৭টি মনোনয়নপত্র। বাছাই শেষে মেয়র পদে একক প্রার্থী রয়েছে দুই পৌরসভায়। গতকাল এ ধাপের ৬১টি পৌরসভায় তিন পদে মনোনয়নপত্র বাছাই করেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

এ বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় মেয়র পদে ২৩১ জনের, সাধারণ কাউন্সিলর পদে ২৪৪৫ জনের ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৩৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এর মধ্যে পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় দুজন ও পিরোজপুরের সদর পৌরসভায় তিন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে তিনজন বাদ পড়ে দুটি পৌরসভায় একক প্রার্থী রয়েছেন। বাদ পড়া প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হলে একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে।  ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা ও বাছাই শেষে প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর। ১৬ জানুয়ারি এ ধাপে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে। দ্বিতীয় ধাপে ইভিএমে ভোট হবে ২৯টি পৌরসভায়। বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট হবে। এবার পৌরসভার ভোট চার ধাপে অনুষ্ঠিত হবে।

২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন ১২১৫ প্রার্থী। তৃতীয় ধাপের ভোট হবে ৩০ জানুয়ারি। চতুর্থ ধাপের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইসি। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে মেয়র পদে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল ভোটে অংশ নেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর