বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

টেরাকোটায় উদয়-অস্ত বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

টেরাকোটায় উদয়-অস্ত বাংলাদেশের

দেশ সেরা ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজে তৈরি হচ্ছে বিশাল এক টেরাকোটার শিল্পকর্ম। প্রায় ৪০ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থ আয়তনের এই টেরাকোটার ক্যানভাসে ফুটিয়ে তোলা হচ্ছে ১৯৪৭ এর দেশ ভাগ, ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন পরবর্তী ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, অস্থায়ী সরকারের শপথ গ্রহণ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের নৃশংস হত্যাকান্ডের ইতিহাস। অসাধারণ এই কাজের মাধ্যমে উঠে এসেছে বাংলাদেশের বিবর্তন ও পরিবর্তনের ঐতিহাসিক মুহূর্তগুলো। এর নামকরণ করা হয়েছে ‘উদয়-অস্ত বাংলাদেশের’।

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান বলেন, ছাত্রছাত্রীদের প্রকৃত ইতিহাস তুলে ধরতে আমরা এই কাজ শুরু করেছি। এখানে ১৯৪৭ সাল থেকে শুরু করে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের নৃশংস হত্যাকান্ডের ইতিহাস জানতে পারবেন। আগামী সপ্তাহের মধ্যে কাজটি সম্পন্ন হবে।

এরপর এটির বর্ণাঢ্য উদ্বোধনের পরিকল্পনা আছে। অধ্যক্ষ জানান, শিল্পী সৈয়দ মামুন-অর-রশিদ টেরাকোটার কাজটি করছেন। এতে ব্যয় হচ্ছে সাড়ে ৫ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর