আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন। ওই দিন নোয়াখালীর চৌমুহনী পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আক্তার হোসেন ফয়সল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল চৌমুহনীর নুরুল হক গণমিলনায়তনে ইশতেহার ঘোষণা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহনাজ বেগম, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপু প্রমুখ। মেয়র প্রার্থী আক্তার হোসেন ফয়সল ইশতেহার পাঠকালে ১৭টি নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেন। তিনি চৌমুহনী পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা রূপে গড়ে তুলবেন বলে জানান। চৌমুহনী পৌরসভায় বসুরহাট পৌরসভার মতো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে তিনি প্রত্যাশা করেন। মেয়র প্রার্থী আক্তার হোসেন ফয়সল বলেন, ‘৩০ জানুয়ারির পৌর নির্বাচনে জয়ী হলে চৌমুহনী পৌরসভাকে মডেল পৌরসভায় পরিণত করব।’ দুবারের নির্বাচিত মেয়র ফয়সল বলেন, তিনি পুনরায় নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবেন। এদিকে এ পৌরসভায় নৌকা মার্কার সমর্থনে চলছে ব্যাপক প্রচারণা। এ ছাড়া চলছে সভা-সমাবেশ ও উঠান-বৈঠক। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি নারী কর্মীরাও সমানতালে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। এ প্রচারণা চলছে ভোর থেকে গভীর রাত পর্যন্ত। দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার মাঝি হিসেবে আক্তার হোসেন ফয়সলকে মনোনয়ন দিয়েছেন। অথচ সরকারদলীয় স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ তার বড় ভাই মো. খালেদ সাইফুল্লাহকে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনে দাঁড় করিয়েছেন। এটা দলের জন্য শুভ নয় বলে তারা মন্তব্য করেন। এ ছাড়া বিএনপির একজন প্রার্থীও মাঠে লড়ছেন। সব মিলিয়ে নৌকার প্রার্থী আক্তার হোসেন ফয়সলের ব্যাপক উন্নয়নের কারণে তিনি বিপুল ভোটে পুনরায় নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেন ভোটাররা। তারা বলেন, কোনো ধরনের ষড়যন্ত্র করে লাভ হবে না।
শিরোনাম
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
মাঠ-ঘাট সরগরম পৌর নির্বাচনে
চৌমুহনীতে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর ইশতেহার
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর