আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন। ওই দিন নোয়াখালীর চৌমুহনী পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আক্তার হোসেন ফয়সল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল চৌমুহনীর নুরুল হক গণমিলনায়তনে ইশতেহার ঘোষণা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহনাজ বেগম, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপু প্রমুখ। মেয়র প্রার্থী আক্তার হোসেন ফয়সল ইশতেহার পাঠকালে ১৭টি নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেন। তিনি চৌমুহনী পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা রূপে গড়ে তুলবেন বলে জানান। চৌমুহনী পৌরসভায় বসুরহাট পৌরসভার মতো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে তিনি প্রত্যাশা করেন। মেয়র প্রার্থী আক্তার হোসেন ফয়সল বলেন, ‘৩০ জানুয়ারির পৌর নির্বাচনে জয়ী হলে চৌমুহনী পৌরসভাকে মডেল পৌরসভায় পরিণত করব।’ দুবারের নির্বাচিত মেয়র ফয়সল বলেন, তিনি পুনরায় নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবেন। এদিকে এ পৌরসভায় নৌকা মার্কার সমর্থনে চলছে ব্যাপক প্রচারণা। এ ছাড়া চলছে সভা-সমাবেশ ও উঠান-বৈঠক। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি নারী কর্মীরাও সমানতালে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। এ প্রচারণা চলছে ভোর থেকে গভীর রাত পর্যন্ত। দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার মাঝি হিসেবে আক্তার হোসেন ফয়সলকে মনোনয়ন দিয়েছেন। অথচ সরকারদলীয় স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ তার বড় ভাই মো. খালেদ সাইফুল্লাহকে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনে দাঁড় করিয়েছেন। এটা দলের জন্য শুভ নয় বলে তারা মন্তব্য করেন। এ ছাড়া বিএনপির একজন প্রার্থীও মাঠে লড়ছেন। সব মিলিয়ে নৌকার প্রার্থী আক্তার হোসেন ফয়সলের ব্যাপক উন্নয়নের কারণে তিনি বিপুল ভোটে পুনরায় নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেন ভোটাররা। তারা বলেন, কোনো ধরনের ষড়যন্ত্র করে লাভ হবে না।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা