বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১ ০০:০০ টা
পুলিশ হেফাজতে আইনজীবীর মৃত্যু

বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাই কোর্টের

নিজস্ব প্রতিবেদক

বরিশালে পুলিশ হেফাজতে শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিম ওরফে রেজার (৩০) মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। রেজার বাবার আবেদন নিষ্পত্তি করে গতকাল বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদেশে বলা হয়েছে, আইনে যেহেতু সুযোগ আছে সেহেতু আবেদনকারী সে সুযোগ পেতে পারেন। এ কারণে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হলো। আদালতে আবেদনের পক্ষে শিশির মনির ও  রাষ্ট্রপক্ষে ডিএজি সারওয়ার হোসেন বাপ্পী শুনানি করেন। বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক মহিউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে ওই মামলা করেন রেজাউলের বাবা ইউনুস মুন্সি। গ্রেফতারের পর রেজাউলকে পিটিয়ে ও নির্যাতন করে এসআই মহিউদ্দিন হত্যা করেন বলে অভিযোগ করা হয় মামলায়। পরে ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি তদন্তের ভার পিবিআইকে দেয়। ওই আদেশ বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর