বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই

-ডা. এ বি এম আবদুল্লাহ

স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, ‘দেশে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে। এটি অন্য ধরনের চেয়ে বেশি সংক্রামক। তাই স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। সামাজিক অনুষ্ঠান, জনসমাগম বেড়েছে। এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।’ গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যুক্তরাজ্যসহ অন্য দেশ থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। কারও মধ্যে কভিড-১৯-এর উপসর্গ থাকলে আইসোলেশনে রাখতে হবে তাকে। বিমানবন্দরগুলোতে নিতে হবে বাড়তি সতর্কতা। দেশে আসা কেউ করোনায় আক্রান্ত হলে সেখান থেকে নমুনা সংগ্রহের পর জিনোম সিকোয়েন্স করতে হবে। নতুন ধরন হলে তার কন্ট্রাক ট্রেস করতে হবে। এসব ক্ষেত্রে ঢিল দিলে সংক্রমণ হার বেড়ে যেতে পারে। এমনিতেই এক সপ্তাহ ধরে সংক্রমণ হার কিছুটা ঊর্ধ্বমুখী। সবাইকে দ্রুত টিকা নিয়ে নিতে হবে। তবে টিকা দিলেও স্বাস্থ্যবিধি মানতে হবে। কারণ টিকার কার্যকারিতা কত দিন থাকবে সে বিষয়ে এখনো গবেষণা হয়নি। তাই এই অ্যান্টিবডি শরীরে কত দিন কার্যকর থাকবে সেটা চিন্তার বিষয়। এ জন্য বারবার হাত ধুতে হবে, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। সতর্ক থাকলে সুস্থ থাকবেন।

সর্বশেষ খবর