শিরোনাম
শুক্রবার, ১২ মার্চ, ২০২১ ০০:০০ টা

অস্ত্র মামলায় স্বাস্থ্যের গাড়িচালক মালেকের বিচার শুরু

আদালত প্রতিবেদক

রাজধানীর তুরাগ থানার অস্ত্র মামলায় স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আবদুল মালেকের (৬৩) বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছে আদালত। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য ৫, ৬, ৭ ও ৮ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এর আগে মালেকের পক্ষে তার আইনজীবী আবদুল মান্নান অব্যাহতি চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে। এর আগে ১১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১-এর এসআই মেহেদী হাসান চৌধুরী অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

মামলাসূত্রে জানা গেছে, অবৈধ অস্ত্র, জালনোটের ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসকান্ডে জড়িত থাকার অভিযোগে গত বছরের ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ থেকে স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আবদুল মালেক ওরফে ড্রাইভার মালেককে গ্রেফতার করে র‌্যাব-১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি জালনোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওই ঘটনায় র‌্যাব-১-এর পরিদর্শক (শহর ও যান) আলমগীর হোসেন বাদী হয়ে দুটি মামলা করেন। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন। মালেককে গ্রেফতারের পর র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, অবৈধ অর্থে বিপুল সম্পদের মালিক হয়েছেন স্বাস্থ্যের গাড়িচালক। র‌্যাব কর্মকর্তাদের ভাষ্যানুযায়ী তুরাগের দক্ষিণ কামারপাড়ায় দুটি সাত তলা ভবন, একই এলাকায় একটি বিশাল ডেইরি ফার্ম, ধানমন্ডির হাতিরপুলে সাড়ে ৪ কাঠা জমিতে একটি নির্মাণাধীন ১০ তলা ভবন ছাড়াও কলাবাগানসহ রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ১৫টি ফ্ল্যাট রয়েছে মালেকের। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থও জমা আছে তার।

সর্বশেষ খবর