১ কেজি চাপাতার দাম ১২ হাজার ২০০ টাকা! অবাক হওয়ার কিছু নয়, এটা সত্য। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে ১ কেজি ইয়েলো টি বিক্রি হয়েছে ১২ হাজার ২০০ টাকায়। দেশের ১৬০ বছরের চায়ের ইতিহাসে এটাই চায়ের সর্বোচ্চ দাম বলে মন্তব্য করেছেন এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। নিলামে তোলা হয়েছিল মোট ২ কেজি চা। নিলাম থেকে এই চা কিনে নেয় পপুলার টি হাউস। নিলাম কেন্দ্র থেকে জানা যায়, এবারই প্রথম শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে ইয়েলো টি তোলা হয়। গত বৃহস্পতিবার ২০তম নিলামে এই ইয়েলো টি নিলামে তুলেছিল শ্রীমঙ্গল টি ব্রোকার লিমিটেড। এটি ছিল বৃন্দাবন চা বাগানের চা। শ্রীমঙ্গল টি ব্রোকার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহম্মদ বলেন, আমরা মাত্র দুই কেজি ইয়েলো টি পেয়েছিলাম। এত দামে বিক্রি হবে তা আগে ভাবতে পারিনি। এই দাম পেয়ে আমরা খুশি। তিনি বলেন, চায়ের ইতিহাসে এটি সর্বোচ্চ দাম। এর আগ ২০১৮ সালে শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে প্রথম নিলামে ইস্পাহানির চা বিক্রি হয়েছিল ১১ হাজার টাকা কেজি দরে। বৃন্দাবন চা বাগানের ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন খান বলেন, এর আগে ‘ইয়েলো টি বিশ্বে মাত্র দুটি দেশ উৎপাদন করেছে। কোরিয়া এবং চীন। তৃতীয় দেশ হিসেবে এখন বাংলাদেশ করল। আমরাই এটা প্রথম করেছি। তিনি বলেন, বিশ্বে চায়ের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই আমাদের নতুন নতুন স্বাদ ও গন্ধের চা উৎপাদন করতে হবে। এই চিন্তা থেকেই আমাদের এটি করা। শ্রীমঙ্গল নিলামে ১২ হাজার ২০০ করে আমাদের এই ইয়েলো চা বিক্রি হয়েছে। এর আগে চট্টগ্রামে ৪২তম নিলামে আমাদের ইয়েলো টি তুলেছিল পূর্ববাংলা ব্রোকার। বিক্রি হয়েছিল ৮ হাজার ৩০০ টাকা কেজি দরে। দেশে এক সময় এই চায়ের দাম আরও অনেক বেশি পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।’
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
এক কেজি ইয়েলো টি ১২ হাজার ২০০ টাকা
দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর