১ কেজি চাপাতার দাম ১২ হাজার ২০০ টাকা! অবাক হওয়ার কিছু নয়, এটা সত্য। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে ১ কেজি ইয়েলো টি বিক্রি হয়েছে ১২ হাজার ২০০ টাকায়। দেশের ১৬০ বছরের চায়ের ইতিহাসে এটাই চায়ের সর্বোচ্চ দাম বলে মন্তব্য করেছেন এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। নিলামে তোলা হয়েছিল মোট ২ কেজি চা। নিলাম থেকে এই চা কিনে নেয় পপুলার টি হাউস। নিলাম কেন্দ্র থেকে জানা যায়, এবারই প্রথম শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে ইয়েলো টি তোলা হয়। গত বৃহস্পতিবার ২০তম নিলামে এই ইয়েলো টি নিলামে তুলেছিল শ্রীমঙ্গল টি ব্রোকার লিমিটেড। এটি ছিল বৃন্দাবন চা বাগানের চা। শ্রীমঙ্গল টি ব্রোকার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহম্মদ বলেন, আমরা মাত্র দুই কেজি ইয়েলো টি পেয়েছিলাম। এত দামে বিক্রি হবে তা আগে ভাবতে পারিনি। এই দাম পেয়ে আমরা খুশি। তিনি বলেন, চায়ের ইতিহাসে এটি সর্বোচ্চ দাম। এর আগ ২০১৮ সালে শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে প্রথম নিলামে ইস্পাহানির চা বিক্রি হয়েছিল ১১ হাজার টাকা কেজি দরে। বৃন্দাবন চা বাগানের ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন খান বলেন, এর আগে ‘ইয়েলো টি বিশ্বে মাত্র দুটি দেশ উৎপাদন করেছে। কোরিয়া এবং চীন। তৃতীয় দেশ হিসেবে এখন বাংলাদেশ করল। আমরাই এটা প্রথম করেছি। তিনি বলেন, বিশ্বে চায়ের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই আমাদের নতুন নতুন স্বাদ ও গন্ধের চা উৎপাদন করতে হবে। এই চিন্তা থেকেই আমাদের এটি করা। শ্রীমঙ্গল নিলামে ১২ হাজার ২০০ করে আমাদের এই ইয়েলো চা বিক্রি হয়েছে। এর আগে চট্টগ্রামে ৪২তম নিলামে আমাদের ইয়েলো টি তুলেছিল পূর্ববাংলা ব্রোকার। বিক্রি হয়েছিল ৮ হাজার ৩০০ টাকা কেজি দরে। দেশে এক সময় এই চায়ের দাম আরও অনেক বেশি পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।’
শিরোনাম
- মহেশ বাবু–রাজামৌলির ‘বারাণসী’র চোখ ধাঁধানো টিজার
- অগ্নিসন্ত্রাসের জনক একজনই: সোহেল তাজ
- রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ আজ
- ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক আইজিপি মামুনকে
- মোহাম্মদপুরে বিদেশি রিভলভারসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
- পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তা বদলি
- নভেম্বরের প্রধমার্ধে প্রবাসী আয় ২৩.১ শতাংশ বেড়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাসে কতটা দূষণ?
- তিতুমীর কলেজের সামনে ও আমতলীতে ককটেল বিস্ফোরণ
- রাজধানীতে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
- রায়ের আগে ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার
- কঙ্গোয় তামা–কোবাল্ট খনিতে সেতু ধসে নিহত ৩২ শ্রমিক
- ভারতকে লজ্জায় ফেলে পাকিস্তানের সহজ জয়
- লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা : নিহত ১
- ভেনেজুয়েলায় সামরিক হামলা নিয়ে মনস্থির করে ফেলেছি: ট্রাম্প
- ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা