১ কেজি চাপাতার দাম ১২ হাজার ২০০ টাকা! অবাক হওয়ার কিছু নয়, এটা সত্য। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে ১ কেজি ইয়েলো টি বিক্রি হয়েছে ১২ হাজার ২০০ টাকায়। দেশের ১৬০ বছরের চায়ের ইতিহাসে এটাই চায়ের সর্বোচ্চ দাম বলে মন্তব্য করেছেন এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। নিলামে তোলা হয়েছিল মোট ২ কেজি চা। নিলাম থেকে এই চা কিনে নেয় পপুলার টি হাউস। নিলাম কেন্দ্র থেকে জানা যায়, এবারই প্রথম শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে ইয়েলো টি তোলা হয়। গত বৃহস্পতিবার ২০তম নিলামে এই ইয়েলো টি নিলামে তুলেছিল শ্রীমঙ্গল টি ব্রোকার লিমিটেড। এটি ছিল বৃন্দাবন চা বাগানের চা। শ্রীমঙ্গল টি ব্রোকার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহম্মদ বলেন, আমরা মাত্র দুই কেজি ইয়েলো টি পেয়েছিলাম। এত দামে বিক্রি হবে তা আগে ভাবতে পারিনি। এই দাম পেয়ে আমরা খুশি। তিনি বলেন, চায়ের ইতিহাসে এটি সর্বোচ্চ দাম। এর আগ ২০১৮ সালে শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে প্রথম নিলামে ইস্পাহানির চা বিক্রি হয়েছিল ১১ হাজার টাকা কেজি দরে। বৃন্দাবন চা বাগানের ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন খান বলেন, এর আগে ‘ইয়েলো টি বিশ্বে মাত্র দুটি দেশ উৎপাদন করেছে। কোরিয়া এবং চীন। তৃতীয় দেশ হিসেবে এখন বাংলাদেশ করল। আমরাই এটা প্রথম করেছি। তিনি বলেন, বিশ্বে চায়ের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই আমাদের নতুন নতুন স্বাদ ও গন্ধের চা উৎপাদন করতে হবে। এই চিন্তা থেকেই আমাদের এটি করা। শ্রীমঙ্গল নিলামে ১২ হাজার ২০০ করে আমাদের এই ইয়েলো চা বিক্রি হয়েছে। এর আগে চট্টগ্রামে ৪২তম নিলামে আমাদের ইয়েলো টি তুলেছিল পূর্ববাংলা ব্রোকার। বিক্রি হয়েছিল ৮ হাজার ৩০০ টাকা কেজি দরে। দেশে এক সময় এই চায়ের দাম আরও অনেক বেশি পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।’
শিরোনাম
- কারাগারে আবুল বারকাত
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন