শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

উখিয়ার ক্যাম্পে একই ঘরের তিন রোহিঙ্গা নাগরিক খুন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে পারিবারিক কলহের জের ধরে একই ঘরের তিন রোহিঙ্গা নাগরিক খুন হয়েছেন। গতকাল সন্ধ্যা ৬টার দিকে এ রোমহর্ষক ঘটনা ঘটে। নিহত তিনজনের দুজন স্বামী-স্ত্রী ও অপরজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

প্রতিবেশী রোহিঙ্গাদের বরাতে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, কুতুপালং মেগা ক্যাম্পের ২/ইস্ট ক্যাম্পের ডি-৭ ব্লকে গতকাল সন্ধ্যায় এ ত্রি-পল মার্ডারের ঘটনা ঘটেছে। নিহত তিন রোহিঙ্গা নাগরিক হলেন আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩২), তার স্ত্রী মরিয়ম বেগম (২৬) ও নুরুল ইসলামের শ্যালিকা হালিমা খাতুন (২২)। প্রতিবেশী ও নিহতের স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিল। তাদের সংসারে তিনটি শিশুও রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের ব্যাপারে স্থানীয়ভাবে বেশ কয়েকবার বেঠকও হয়েছে। ওই ক্যাম্পের ইনচার্জের দায়িত্বে থাকা উপ-সচিব মো. রাশেদুল ইসলাম খুনের ঘটনা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী ও শ্যালিকা খুন হয়েছেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সন্জুর মোর্শেদ জানান, শরণার্থী শিবিরে তিন খুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেলেও তদন্তের পর নেপথ্যে কোনো বিষয় থাকলে জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে টেকনাফের ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কাছে দমদমিয়া ন্যাচার পার্ক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হন। গুলিবিদ্ধ হন অপর এক রোহিঙ্গা যুবক।

সর্বশেষ খবর