টিকা গ্রহণকারীদের ঘরের বাইরে অথবা কর্মস্থলে মাস্ক পরার কোনো প্রয়োজন নেই বলে সিডিসির (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) পক্ষ থেকে সর্বশেষ গাইডলাইনে উল্লেখ করা হয়েছে। ২৭ এপ্রিল মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেনও একই আহ্বান জানিয়েছেন আমেরিকানদের প্রতি। তবে বড় ধরনের কোনো সভা-সমাবেশে যোগদানকালে অবশ্যই মাস্ক পরতে হবে বলে সিডিসির নির্দেশনায় বলা হয়েছে। ঘরের ভিতরের চেয়ে বাইরে করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কা অনেক কম হওয়ায় টিকা (ফুল কোর্স) গ্রহণকারীদের জন্য সর্বশেষ এই নির্দেশনায় সারা আমেরিকায় স্বস্তির নিঃশ্বাস বইছে সর্বমহলে। কারণ, ঠিক ১৩ মাস আগে থেকেই মাস্ক পরতে বাধ্য হচ্ছেন সবাই। সেই অসহনীয় একটি পরিস্থিতি থেকে স্বাভাবিক জীবনে ফেরার পথে এ এক বড় পদক্ষেপ বলে সিডিসি মন্তব্য করেছে। উল্লেখ্য, ক্ষমতা গ্রহণের পরই প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার করেছেন যে, ফোর্থ জুলাই অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস থেকেই আমেরিকানদের স্বাভাবিক জীবনে ফেরার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন। ২৭ এপ্রিল চমৎকার আবহাওয়ায় মাস্ক পরেই হোয়াইট হাউসের সবুজে পূর্ণ মাঠে এসে গণমাধ্যমের সামনে দাঁড়ানোর পরই মাস্ক খোলেন প্রেসিডেন্ট বাইডেন এবং বলেন, গ্রীষ্মের আগমনী বার্তার সময় সবারই উচিত করোনার টিকা গ্রহণ করা। টিকা নিলেই সবকিছু দূর হয়ে যাবে। সম্পূর্ণ ডোজ গ্রহণ করলেই আপনি বাসার বাইরে মাস্ক ছাড়াই চলাফেলা করতে পারবেন। ছোটখাটো যে কোনো ইভেন্টেও মাস্ক পরতে হবে না। শুধু অধিক মানুষের সমাবেশ এড়িয়ে চলতে হবে। ঘনবসতি রয়েছে এমন এলাকায়ও মাস্ক পরতে হবে। কারণ, এখনো অনেক মানুষই টিকা নিতে সক্ষম হননি। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে সিডিসির পরিচালক ড. রচেলে ওয়ালেনস্কি বলেছেন, আমরা এখন মনে করছি যে, পরিপূর্ণ টিকা গ্রহণকারীরা মাস্ক ছাড়াই চলাফেরা করতে পারবেন। তবে বড় ধরনের কনসার্ট, স্টেডিয়াম এবং সভা-সমাবেশে যোগদানের সময় অবশ্যই মাস্ক পরতে হবে নিজের ও অপরের স্বার্থে। সিডিসির এই ঘোষণার পরই নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, লুইজিয়ানা, মেইন এবং ম্যাসাচুসেটসের গভর্নররা একই নির্দেশনা জারি করেছেন তাদের স্টেটের সর্বসাধারণের জন্য। একই দিন ক্যাপিটল হিলে রিপাবলিকান পার্টির বেশ কজন নেতা, যারা সবাই চিকিৎসাবিজ্ঞানী- একটি বিজ্ঞাপন প্রচার করেছেন সবাইকে টিকা গ্রহণ করার জন্য।
শিরোনাম
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
অষ্টম কলাম
যুক্তরাষ্ট্রে মাস্ক লাগবে না টিকা গ্রহণকারীর
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর