টিকা গ্রহণকারীদের ঘরের বাইরে অথবা কর্মস্থলে মাস্ক পরার কোনো প্রয়োজন নেই বলে সিডিসির (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) পক্ষ থেকে সর্বশেষ গাইডলাইনে উল্লেখ করা হয়েছে। ২৭ এপ্রিল মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেনও একই আহ্বান জানিয়েছেন আমেরিকানদের প্রতি। তবে বড় ধরনের কোনো সভা-সমাবেশে যোগদানকালে অবশ্যই মাস্ক পরতে হবে বলে সিডিসির নির্দেশনায় বলা হয়েছে। ঘরের ভিতরের চেয়ে বাইরে করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কা অনেক কম হওয়ায় টিকা (ফুল কোর্স) গ্রহণকারীদের জন্য সর্বশেষ এই নির্দেশনায় সারা আমেরিকায় স্বস্তির নিঃশ্বাস বইছে সর্বমহলে। কারণ, ঠিক ১৩ মাস আগে থেকেই মাস্ক পরতে বাধ্য হচ্ছেন সবাই। সেই অসহনীয় একটি পরিস্থিতি থেকে স্বাভাবিক জীবনে ফেরার পথে এ এক বড় পদক্ষেপ বলে সিডিসি মন্তব্য করেছে। উল্লেখ্য, ক্ষমতা গ্রহণের পরই প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার করেছেন যে, ফোর্থ জুলাই অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস থেকেই আমেরিকানদের স্বাভাবিক জীবনে ফেরার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন। ২৭ এপ্রিল চমৎকার আবহাওয়ায় মাস্ক পরেই হোয়াইট হাউসের সবুজে পূর্ণ মাঠে এসে গণমাধ্যমের সামনে দাঁড়ানোর পরই মাস্ক খোলেন প্রেসিডেন্ট বাইডেন এবং বলেন, গ্রীষ্মের আগমনী বার্তার সময় সবারই উচিত করোনার টিকা গ্রহণ করা। টিকা নিলেই সবকিছু দূর হয়ে যাবে। সম্পূর্ণ ডোজ গ্রহণ করলেই আপনি বাসার বাইরে মাস্ক ছাড়াই চলাফেলা করতে পারবেন। ছোটখাটো যে কোনো ইভেন্টেও মাস্ক পরতে হবে না। শুধু অধিক মানুষের সমাবেশ এড়িয়ে চলতে হবে। ঘনবসতি রয়েছে এমন এলাকায়ও মাস্ক পরতে হবে। কারণ, এখনো অনেক মানুষই টিকা নিতে সক্ষম হননি। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে সিডিসির পরিচালক ড. রচেলে ওয়ালেনস্কি বলেছেন, আমরা এখন মনে করছি যে, পরিপূর্ণ টিকা গ্রহণকারীরা মাস্ক ছাড়াই চলাফেরা করতে পারবেন। তবে বড় ধরনের কনসার্ট, স্টেডিয়াম এবং সভা-সমাবেশে যোগদানের সময় অবশ্যই মাস্ক পরতে হবে নিজের ও অপরের স্বার্থে। সিডিসির এই ঘোষণার পরই নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, লুইজিয়ানা, মেইন এবং ম্যাসাচুসেটসের গভর্নররা একই নির্দেশনা জারি করেছেন তাদের স্টেটের সর্বসাধারণের জন্য। একই দিন ক্যাপিটল হিলে রিপাবলিকান পার্টির বেশ কজন নেতা, যারা সবাই চিকিৎসাবিজ্ঞানী- একটি বিজ্ঞাপন প্রচার করেছেন সবাইকে টিকা গ্রহণ করার জন্য।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল