টিকা গ্রহণকারীদের ঘরের বাইরে অথবা কর্মস্থলে মাস্ক পরার কোনো প্রয়োজন নেই বলে সিডিসির (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) পক্ষ থেকে সর্বশেষ গাইডলাইনে উল্লেখ করা হয়েছে। ২৭ এপ্রিল মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেনও একই আহ্বান জানিয়েছেন আমেরিকানদের প্রতি। তবে বড় ধরনের কোনো সভা-সমাবেশে যোগদানকালে অবশ্যই মাস্ক পরতে হবে বলে সিডিসির নির্দেশনায় বলা হয়েছে। ঘরের ভিতরের চেয়ে বাইরে করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কা অনেক কম হওয়ায় টিকা (ফুল কোর্স) গ্রহণকারীদের জন্য সর্বশেষ এই নির্দেশনায় সারা আমেরিকায় স্বস্তির নিঃশ্বাস বইছে সর্বমহলে। কারণ, ঠিক ১৩ মাস আগে থেকেই মাস্ক পরতে বাধ্য হচ্ছেন সবাই। সেই অসহনীয় একটি পরিস্থিতি থেকে স্বাভাবিক জীবনে ফেরার পথে এ এক বড় পদক্ষেপ বলে সিডিসি মন্তব্য করেছে। উল্লেখ্য, ক্ষমতা গ্রহণের পরই প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার করেছেন যে, ফোর্থ জুলাই অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস থেকেই আমেরিকানদের স্বাভাবিক জীবনে ফেরার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন। ২৭ এপ্রিল চমৎকার আবহাওয়ায় মাস্ক পরেই হোয়াইট হাউসের সবুজে পূর্ণ মাঠে এসে গণমাধ্যমের সামনে দাঁড়ানোর পরই মাস্ক খোলেন প্রেসিডেন্ট বাইডেন এবং বলেন, গ্রীষ্মের আগমনী বার্তার সময় সবারই উচিত করোনার টিকা গ্রহণ করা। টিকা নিলেই সবকিছু দূর হয়ে যাবে। সম্পূর্ণ ডোজ গ্রহণ করলেই আপনি বাসার বাইরে মাস্ক ছাড়াই চলাফেলা করতে পারবেন। ছোটখাটো যে কোনো ইভেন্টেও মাস্ক পরতে হবে না। শুধু অধিক মানুষের সমাবেশ এড়িয়ে চলতে হবে। ঘনবসতি রয়েছে এমন এলাকায়ও মাস্ক পরতে হবে। কারণ, এখনো অনেক মানুষই টিকা নিতে সক্ষম হননি। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে সিডিসির পরিচালক ড. রচেলে ওয়ালেনস্কি বলেছেন, আমরা এখন মনে করছি যে, পরিপূর্ণ টিকা গ্রহণকারীরা মাস্ক ছাড়াই চলাফেরা করতে পারবেন। তবে বড় ধরনের কনসার্ট, স্টেডিয়াম এবং সভা-সমাবেশে যোগদানের সময় অবশ্যই মাস্ক পরতে হবে নিজের ও অপরের স্বার্থে। সিডিসির এই ঘোষণার পরই নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, লুইজিয়ানা, মেইন এবং ম্যাসাচুসেটসের গভর্নররা একই নির্দেশনা জারি করেছেন তাদের স্টেটের সর্বসাধারণের জন্য। একই দিন ক্যাপিটল হিলে রিপাবলিকান পার্টির বেশ কজন নেতা, যারা সবাই চিকিৎসাবিজ্ঞানী- একটি বিজ্ঞাপন প্রচার করেছেন সবাইকে টিকা গ্রহণ করার জন্য।
শিরোনাম
- জোর করে ঐকমত্য চাপিয়ে দেওয়া যায় না : রুমিন ফারহানা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫
- খ্যাতনামা অভিনেতা প্রেম চোপড়া হাসপাতালে ভর্তি
- জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের টানা আন্দোলন
- দিল্লি বিস্ফোরণে জড়িত কেউ রেহাই পাবে না: মোদি
- সনদের বাইরের সিদ্ধান্ত স্বাক্ষরকারী দলগুলো মানতে বাধ্য নয় : সালাহউদ্দিন
- বাঞ্ছারামপুরে ৪ কেজি গাঁজাসহ তিন নারী গ্রেফতার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭০৩ মামলা
- ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়নপত্র কিনলেন তাসনিম জারা
- ৫০০ কোটি পাউন্ডের বিটকয়েন নিয়ে যুক্তরাজ্যে গিয়ে বিপাকে চীনা নারী!
- ১৩ নভেম্বর কী হবে, উদ্বেগ-উৎকণ্ঠায় দেশবাসী : জিল্লুর রহমান
- ভারত ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের
- সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর
- টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ব্যাচেলর দিবস আজ
- দিল্লি বিস্ফোরণের তদন্ত হচ্ছে সন্ত্রাসবিরোধী আইনে: অমিত শাহ
- ভারতের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- সিলেট টেস্ট : অভিষেক হওয়া কে এই হাসান মুরাদ?
- রাজধানীতে ককটেল বিস্ফোরণ করা যুবককে গণপিটুনি