টিকা গ্রহণকারীদের ঘরের বাইরে অথবা কর্মস্থলে মাস্ক পরার কোনো প্রয়োজন নেই বলে সিডিসির (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) পক্ষ থেকে সর্বশেষ গাইডলাইনে উল্লেখ করা হয়েছে। ২৭ এপ্রিল মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেনও একই আহ্বান জানিয়েছেন আমেরিকানদের প্রতি। তবে বড় ধরনের কোনো সভা-সমাবেশে যোগদানকালে অবশ্যই মাস্ক পরতে হবে বলে সিডিসির নির্দেশনায় বলা হয়েছে। ঘরের ভিতরের চেয়ে বাইরে করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কা অনেক কম হওয়ায় টিকা (ফুল কোর্স) গ্রহণকারীদের জন্য সর্বশেষ এই নির্দেশনায় সারা আমেরিকায় স্বস্তির নিঃশ্বাস বইছে সর্বমহলে। কারণ, ঠিক ১৩ মাস আগে থেকেই মাস্ক পরতে বাধ্য হচ্ছেন সবাই। সেই অসহনীয় একটি পরিস্থিতি থেকে স্বাভাবিক জীবনে ফেরার পথে এ এক বড় পদক্ষেপ বলে সিডিসি মন্তব্য করেছে। উল্লেখ্য, ক্ষমতা গ্রহণের পরই প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার করেছেন যে, ফোর্থ জুলাই অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস থেকেই আমেরিকানদের স্বাভাবিক জীবনে ফেরার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন। ২৭ এপ্রিল চমৎকার আবহাওয়ায় মাস্ক পরেই হোয়াইট হাউসের সবুজে পূর্ণ মাঠে এসে গণমাধ্যমের সামনে দাঁড়ানোর পরই মাস্ক খোলেন প্রেসিডেন্ট বাইডেন এবং বলেন, গ্রীষ্মের আগমনী বার্তার সময় সবারই উচিত করোনার টিকা গ্রহণ করা। টিকা নিলেই সবকিছু দূর হয়ে যাবে। সম্পূর্ণ ডোজ গ্রহণ করলেই আপনি বাসার বাইরে মাস্ক ছাড়াই চলাফেলা করতে পারবেন। ছোটখাটো যে কোনো ইভেন্টেও মাস্ক পরতে হবে না। শুধু অধিক মানুষের সমাবেশ এড়িয়ে চলতে হবে। ঘনবসতি রয়েছে এমন এলাকায়ও মাস্ক পরতে হবে। কারণ, এখনো অনেক মানুষই টিকা নিতে সক্ষম হননি। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে সিডিসির পরিচালক ড. রচেলে ওয়ালেনস্কি বলেছেন, আমরা এখন মনে করছি যে, পরিপূর্ণ টিকা গ্রহণকারীরা মাস্ক ছাড়াই চলাফেরা করতে পারবেন। তবে বড় ধরনের কনসার্ট, স্টেডিয়াম এবং সভা-সমাবেশে যোগদানের সময় অবশ্যই মাস্ক পরতে হবে নিজের ও অপরের স্বার্থে। সিডিসির এই ঘোষণার পরই নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, লুইজিয়ানা, মেইন এবং ম্যাসাচুসেটসের গভর্নররা একই নির্দেশনা জারি করেছেন তাদের স্টেটের সর্বসাধারণের জন্য। একই দিন ক্যাপিটল হিলে রিপাবলিকান পার্টির বেশ কজন নেতা, যারা সবাই চিকিৎসাবিজ্ঞানী- একটি বিজ্ঞাপন প্রচার করেছেন সবাইকে টিকা গ্রহণ করার জন্য।
শিরোনাম
- একাত্তরের মতো জুলাইকে নিয়ে একটা শ্রেণি ব্যবসা শুরু করেছে : শিবির সভাপতি
- আশুগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ পাচারকারী গ্রেফতার, পিকআপ জব্দ
- সাংবাদিকদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে: মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ
- কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল
- জনগণকে যারা বাদ দিয়েছে, তারাই আজ জনগণ থেকে বিচ্ছিন্ন : খোকন
- রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে : এ্যানী
- ৫০০ মিটার সেতুর অভাবে তিন জেলার মানুষের ভোগান্তি
- নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু
- নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা-র্যালি
- হুথিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
- নির্বাচিত সরকার ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে : শিল্প উপদেষ্টা
- ৭৭ বছরে পা দিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
- স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
অষ্টম কলাম
যুক্তরাষ্ট্রে মাস্ক লাগবে না টিকা গ্রহণকারীর
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর