টিকা গ্রহণকারীদের ঘরের বাইরে অথবা কর্মস্থলে মাস্ক পরার কোনো প্রয়োজন নেই বলে সিডিসির (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) পক্ষ থেকে সর্বশেষ গাইডলাইনে উল্লেখ করা হয়েছে। ২৭ এপ্রিল মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেনও একই আহ্বান জানিয়েছেন আমেরিকানদের প্রতি। তবে বড় ধরনের কোনো সভা-সমাবেশে যোগদানকালে অবশ্যই মাস্ক পরতে হবে বলে সিডিসির নির্দেশনায় বলা হয়েছে। ঘরের ভিতরের চেয়ে বাইরে করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কা অনেক কম হওয়ায় টিকা (ফুল কোর্স) গ্রহণকারীদের জন্য সর্বশেষ এই নির্দেশনায় সারা আমেরিকায় স্বস্তির নিঃশ্বাস বইছে সর্বমহলে। কারণ, ঠিক ১৩ মাস আগে থেকেই মাস্ক পরতে বাধ্য হচ্ছেন সবাই। সেই অসহনীয় একটি পরিস্থিতি থেকে স্বাভাবিক জীবনে ফেরার পথে এ এক বড় পদক্ষেপ বলে সিডিসি মন্তব্য করেছে। উল্লেখ্য, ক্ষমতা গ্রহণের পরই প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার করেছেন যে, ফোর্থ জুলাই অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস থেকেই আমেরিকানদের স্বাভাবিক জীবনে ফেরার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন। ২৭ এপ্রিল চমৎকার আবহাওয়ায় মাস্ক পরেই হোয়াইট হাউসের সবুজে পূর্ণ মাঠে এসে গণমাধ্যমের সামনে দাঁড়ানোর পরই মাস্ক খোলেন প্রেসিডেন্ট বাইডেন এবং বলেন, গ্রীষ্মের আগমনী বার্তার সময় সবারই উচিত করোনার টিকা গ্রহণ করা। টিকা নিলেই সবকিছু দূর হয়ে যাবে। সম্পূর্ণ ডোজ গ্রহণ করলেই আপনি বাসার বাইরে মাস্ক ছাড়াই চলাফেলা করতে পারবেন। ছোটখাটো যে কোনো ইভেন্টেও মাস্ক পরতে হবে না। শুধু অধিক মানুষের সমাবেশ এড়িয়ে চলতে হবে। ঘনবসতি রয়েছে এমন এলাকায়ও মাস্ক পরতে হবে। কারণ, এখনো অনেক মানুষই টিকা নিতে সক্ষম হননি। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে সিডিসির পরিচালক ড. রচেলে ওয়ালেনস্কি বলেছেন, আমরা এখন মনে করছি যে, পরিপূর্ণ টিকা গ্রহণকারীরা মাস্ক ছাড়াই চলাফেরা করতে পারবেন। তবে বড় ধরনের কনসার্ট, স্টেডিয়াম এবং সভা-সমাবেশে যোগদানের সময় অবশ্যই মাস্ক পরতে হবে নিজের ও অপরের স্বার্থে। সিডিসির এই ঘোষণার পরই নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, লুইজিয়ানা, মেইন এবং ম্যাসাচুসেটসের গভর্নররা একই নির্দেশনা জারি করেছেন তাদের স্টেটের সর্বসাধারণের জন্য। একই দিন ক্যাপিটল হিলে রিপাবলিকান পার্টির বেশ কজন নেতা, যারা সবাই চিকিৎসাবিজ্ঞানী- একটি বিজ্ঞাপন প্রচার করেছেন সবাইকে টিকা গ্রহণ করার জন্য।
শিরোনাম
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
অষ্টম কলাম
যুক্তরাষ্ট্রে মাস্ক লাগবে না টিকা গ্রহণকারীর
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর