বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

লকডাউনের নামে চলছে রাজনৈতিক নিপীড়ন : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  লকডাউনের নামে সরকার মূলত বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দল ও আন্দোলনকারী আলেম-ওলামাদের ওপর রাজনৈতিক নিপীড়ন চালাচ্ছে। লকডাউন শুরুর দিন থেকেই সারা দেশে ব্যাপকভাবে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। দেশের প্রখ্যাত আলেম-ওলামাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মীকে নির্বিচারে গ্রেফতার ও নির্যাতন চালানো হচ্ছে।

গতকাল তিনি গণমাধ্যমের সঙ্গে ফোনে আলাপকালে এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকারের অপকর্ম, দুর্নীতি, অত্যাচার, নির্যাতন ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যাতে কেউ কোনো শব্দ করতে না পারে সে জন্য সবাইকে কোনো না কোনোভাবে নিবর্তনমূলক আইনের আওতায় এনে কণ্ঠ রোধ করা হচ্ছে। এ রকম পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের যার যার সাধ্য অনুযায়ী ‘দুস্থ ও অসহায় মানুষের’ পাশে দাঁড়ানোর আহ্‌বানও জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে। অনেক পত্রিকায় এসেছে সবচেয়ে কম মজুদ এবার ৩ লাখ টন। যেখানে ১১ লাখ টন থাকার কথা। এবার চালের মজুদ কম থাকায় আগে খাদ্য আমদানি করার কথা থাকলেও তা হয়নি। পত্রিকায় এসেছে, খাদ্যমন্ত্রীও এ বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারছেন না। আমরা সঠিক মূল্য নির্ধারণ করে অবিলম্বে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের জন্য আহ্‌বান জানাচ্ছি। স্বল্প দামে জনগণের কাছে তা পৌঁছানোর জন্য ওএমএস কর্মসূচি দ্রুত বাড়ানোর অনুরোধ জানাচ্ছি।

সর্বশেষ খবর