শনিবার, ৮ মে, ২০২১ ০০:০০ টা

ভ্যাকসিনের জন্য লবিংয়ে যুক্তরাষ্ট্র প্রবাসীরা

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

বাংলাদেশে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ প্রদানের স্বার্থে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ মিলিয়ন ডোজ প্রদানের অনুরোধ জানানো হয়েছে হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট এবং মার্কিন কংগ্রেসে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের আহ্‌বানে সাড়া দিয়ে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে গত ৬ মে শুরু হয়েছে এ লবিং। ফোন, ই-মেইল এবং সরাসরি সাক্ষাতে চলছে অনুরোধের পরিক্রমা। ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এরই মধ্যে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ডেমোক্র্যাটিক পার্টির শীর্ষ পর্যায়ের সংগঠক এবং বাইডেন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা ড. নীনা আহমেদও বিভিন্নজনের কাছে এ অনুরোধ রেখেছেন। শহীদ সন্তান এবং বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন আহমেদ, আমেরিকা-বাংলাদেশ অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট ড. খন্দকার মনসুর, সাধারণ সম্পাদক আবদুল কাদের মিয়া, বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসারসহ বেশ কয়েকজন প্রবাসীও নিজ নিজ এলাকার সিনেটর-কংগ্রেসম্যান ছাড়াও স্টেট ডিপার্টমেন্টে অনুরোধ পাঠিয়েছেন ই-মেইলে। সবাই উল্লেখ করেছেন, বিনামূল্যে সম্ভব না হলে নগদ অর্থে ক্রয় করতে আগ্রহী বাংলাদেশ। কারণ এই টিকা ছাড়া প্রথম ডোজ গ্রহণকারীরা কোনো ফায়দা পাবেন না। আর এমন শঙ্কা তৈরি হয়েছে ভারতে করোনার প্রকোপ চরম আকার ধারণ করায়। তা না হলে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ডোজই যথাসময়ে বাংলাদেশ পেত। ঢাকা থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ফোনে প্রবাসের বিশিষ্টজনদের অনুরোধ জানিয়েছেন কংগ্রেস ও হোয়াইট হাউসে এমন আবেদনের জন্য। ভারতীয়রা যেভাবে অনুরোধ জানিয়েছে, একইভাবে প্রবাসী বাংলাদেশিরা চেষ্টা করলে নিশ্চয়ই বাইডেন প্রশাসন সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনায় নেবে বলে প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর। এই দেনদরবার প্রসঙ্গে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ড. নীনা আহমেদ এ প্রতিনিধিকে বলেছেন, ‘আমি আশাবাদী। ভ্যাকসিনের ব্যাপারে বাংলাদেশ ইতিবাচক সাড়া পাবে।’ এ ব্যাপারে সব প্রবাসীকে সরব হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

সর্বশেষ খবর