সোমবার, ১৭ মে, ২০২১ ০০:০০ টা

করোনায় ক্ষতিগ্রস্ত খাত উজ্জীবিত করতে বিশেষ বরাদ্দ চাই

-রেজাউল ইসলাম মিলন

করোনায় ক্ষতিগ্রস্ত খাত উজ্জীবিত করতে বিশেষ বরাদ্দ চাই

রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন মনে করেন, আসন্ন বাজেট ব্যবসাবান্ধব এবং করোনায় ক্ষতিগ্রস্ত দেশের অর্থনৈতিক মন্দা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। করোনার ধাক্কায় দেশের মোটামুটি সব খাতই কমবেশি ক্ষতিগ্রস্ত। এসব খাত উজ্জীবিত করতে বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে। দেশের প্রবৃদ্ধি বাড়াতে বেসরকারি খাতে যাতে বিনিয়োগ বাড়ে সেদিকে লক্ষ্য রেখে বাজেট প্রণয়ন করতে হবে। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য প্রণোদনা বাড়াতে হবে। করোনার সময় ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির দিকটি বিবেচনায় এনে ভ্যাট ও আয়কর রেয়াত দিতে হবে। তা না হলে ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে কষ্ট হবে।

সর্বশেষ খবর