বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১ ০০:০০ টা

জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভার পর সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে।

মন্ত্রী বলেন, জনগণের ভোগান্তি কমাতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছি, দিনে ৫০০ এনআইডি করার সীমা তুলে দিতে হবে। ক্যাপাসিটি বাড়াতে হবে। কারণ অনেক মানুষের আবেদন পেন্ডিং আছে। সর্বোচ্চ এক মাসের মধ্যে এনআইডি করে দিতে হবে। কোনো কারণে কাউকে নির্ধারিত সময়ে এনআইডি দেওয়া সম্ভব না হলে কী কারণে দেওয়া যাচ্ছে না, তা এক মাসের মধ্যে লিখিতভাবে জানিয়ে দিতে বলা হয়েছে।

মোজাম্মেল বলেন, করোনাভাইরাসের অজুহাত দেওয়া যাবে না। অফিস বন্ধের কথা বলা যাবে না। বাড়ি বসে কাজ করা যায়। স্থানান্তর করার পর পেন্ডিং কাজগুলো দুই মাসের মধ্যে শেষ করতে হবে। আবেদন ৩০ কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে। আমরা জবাবদিহিতামূলক কার্যক্রম চালু করতে চাই।

সর্বশেষ খবর