প্রায় দেড় বছর পর গাজীপুর শ্রীপুরে জুয়েলারি দোকান থেকে ৮০ ভরি স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় জড়িতদের শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ১৯ মে নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটি থেকে ডাকাত চক্রের একজনকে গ্রেফতার করেছে সংস্থাটি। তার নাম- রিপন। ডাকাতিতে যে হাইস মাইক্রোবাস ব্যবহার করা হতো সেটিও জব্দ করা হয়েছে। ২০১৯ সালের ১৫ ডিসেম্বর শ্রীপুরের জৈনা বাজারের গফুর সুপার মার্কেটে নিউ দিপা জুয়েলার্সের সামনে রাত সাড়ে ৭টায় বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়। এ সময় সেখানে থাকা লোকজন আতঙ্কে দিগি¦দিক ছুটোছুটি শুরু করে। এ সময় চলে লুটপাট। সিআইডি সূত্র জানায়, ওই ককটেল বিস্ফোরণের পরই ১০/১২ জন লোক দিপা জুয়েলার্সে ঢুকে দোকান মালিককে পিস্তল ও চাপাতি দিয়ে আঘাত করে। এরপর দোকানের শোকেসের গ্লাস ভেঙে ৫৫ ভরি স্বর্ণালঙ্কার, ২০০ ভরি রুপা, নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এরপর পাশের লক্ষ্মী জুয়েলার্স নামে আরেকটি দোকানে লুটপাট চালায়। সেখানে ২৫ ভরি স্বর্ণালঙ্কার, ৩০০ ভরি রুপা এবং নগদ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। দীর্ঘ তদন্তের পর সিআইডি ওই ডাকাতিতে জড়িত রিপনকে চিহ্নিত করে। তিনি ওই ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাসের চালক ছিলেন। মামলাল তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, রিপন ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তার নিজের ভাড়ায় চালিত মাইক্রোবাসটি ডাকাতি কাজে ব্যবহার করা হতো। শ্রীপুরে ডাকাতির আগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের সদস্যদের গাড়িতে তোলে রিপন। এরপর ডাকাতি শেষে যার যার জায়গায় নামিয়ে দেয়। এ ছাড়া ডাকাতি দলের অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ