প্রায় দেড় বছর পর গাজীপুর শ্রীপুরে জুয়েলারি দোকান থেকে ৮০ ভরি স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় জড়িতদের শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ১৯ মে নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটি থেকে ডাকাত চক্রের একজনকে গ্রেফতার করেছে সংস্থাটি। তার নাম- রিপন। ডাকাতিতে যে হাইস মাইক্রোবাস ব্যবহার করা হতো সেটিও জব্দ করা হয়েছে। ২০১৯ সালের ১৫ ডিসেম্বর শ্রীপুরের জৈনা বাজারের গফুর সুপার মার্কেটে নিউ দিপা জুয়েলার্সের সামনে রাত সাড়ে ৭টায় বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়। এ সময় সেখানে থাকা লোকজন আতঙ্কে দিগি¦দিক ছুটোছুটি শুরু করে। এ সময় চলে লুটপাট। সিআইডি সূত্র জানায়, ওই ককটেল বিস্ফোরণের পরই ১০/১২ জন লোক দিপা জুয়েলার্সে ঢুকে দোকান মালিককে পিস্তল ও চাপাতি দিয়ে আঘাত করে। এরপর দোকানের শোকেসের গ্লাস ভেঙে ৫৫ ভরি স্বর্ণালঙ্কার, ২০০ ভরি রুপা, নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এরপর পাশের লক্ষ্মী জুয়েলার্স নামে আরেকটি দোকানে লুটপাট চালায়। সেখানে ২৫ ভরি স্বর্ণালঙ্কার, ৩০০ ভরি রুপা এবং নগদ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। দীর্ঘ তদন্তের পর সিআইডি ওই ডাকাতিতে জড়িত রিপনকে চিহ্নিত করে। তিনি ওই ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাসের চালক ছিলেন। মামলাল তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, রিপন ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তার নিজের ভাড়ায় চালিত মাইক্রোবাসটি ডাকাতি কাজে ব্যবহার করা হতো। শ্রীপুরে ডাকাতির আগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের সদস্যদের গাড়িতে তোলে রিপন। এরপর ডাকাতি শেষে যার যার জায়গায় নামিয়ে দেয়। এ ছাড়া ডাকাতি দলের অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
৮০ ভরি স্বর্ণালঙ্কার লুট, দেড় বছর পর ডাকাত শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর