‘টিকটক’সহ বিভিন্ন সোশ্যাল অ্যাপের মাধ্যমে নারীরা প্রলোভনের শিকার হয়ে পাচার হচ্ছেন। এজন্য এ অ্যাপগুলো নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির আওতায় রাখতে হবে। নারী পাচারের ঘটনাগুলো সহজে হয়নি। এই ভুক্তভোগীদের দেশের আকাশ, নৌ ও স্থল পথেই পাচার করা হয়েছে। এসব জায়গায় তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে নজরদারি করেছে এ নিয়ে প্রশ্ন উঠছে। এ ক্ষেত্রে বলতে হয়, আমাদের নজরদারি ব্যবস্থা খুবই খারাপ। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন। তিনি বলেন, নারী পাচারের ঘটনা শুধু এখন নয়, স্বাধীনতার পর থেকেই দেশে নারী পাচারের মতো অপরাধ ঘটছে। মেয়েদের পতিতাবৃত্তির জন্য পাচারের ঘটনাও বাড়তে থাকে। এরপর নারী পাচার কিছুটা কমলেও ’৯০-এর দশকে এসে এটি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। পাচারের জন্য সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ, নেপাল ও ভারতের নারীদের টার্গেট করা হয়। এরপর সরকার, এনজিওসহ সবার নেওয়া পদক্ষেপে নারী পাচারের ঘটনা কিছুটা কমিয়ে আনা সম্ভব হয়। এখন ডিজিটাল যুগে এসে নারী পাচারেও ভিন্নতা এসেছে। উঠতি বয়সীরা এখন সবকিছুর মধ্যে গ্ল্যামার বা আনন্দ খোঁজে। তারা বেশির ভাগ সময়ই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতন নয়। এ ক্ষেত্রে ছেলেরা যতটা না সচেতন থাকে মেয়েরা ততটা থাকে না। কি শহর কি গ্রাম সব স্থানে একই চিত্র। এর ফলে যে মেয়েদের মধ্যে সচেতনতাবোধ কিছুটা কম। তারা অল্পতেই পরিচিত হওয়ার জন্য এবং অর্থের লোভে ভুল পথে পা বাড়ায়। এলিনা খান বলেন, পাচারসংশ্লিষ্ট কাজ করতে গিয়ে বর্ডার এলাকায় আমরা দেখেছি, একজন পাচারকারী ধরা পড়ার সঙ্গে সঙ্গে তার উকিল জামিনের ব্যবস্থা করতে তৎপর হয়ে ওঠেন। আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নারী পাচারের মামলাগুলো এমনভাবে লিখত যে পাচারকারীরা ফাঁকফোকর দিয়ে বের হয়ে যেত।
শিরোনাম
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
নজরদারির ব্যবস্থা খুবই খারাপ
----- এলিনা খান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর