‘টিকটক’সহ বিভিন্ন সোশ্যাল অ্যাপের মাধ্যমে নারীরা প্রলোভনের শিকার হয়ে পাচার হচ্ছেন। এজন্য এ অ্যাপগুলো নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির আওতায় রাখতে হবে। নারী পাচারের ঘটনাগুলো সহজে হয়নি। এই ভুক্তভোগীদের দেশের আকাশ, নৌ ও স্থল পথেই পাচার করা হয়েছে। এসব জায়গায় তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে নজরদারি করেছে এ নিয়ে প্রশ্ন উঠছে। এ ক্ষেত্রে বলতে হয়, আমাদের নজরদারি ব্যবস্থা খুবই খারাপ। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন। তিনি বলেন, নারী পাচারের ঘটনা শুধু এখন নয়, স্বাধীনতার পর থেকেই দেশে নারী পাচারের মতো অপরাধ ঘটছে। মেয়েদের পতিতাবৃত্তির জন্য পাচারের ঘটনাও বাড়তে থাকে। এরপর নারী পাচার কিছুটা কমলেও ’৯০-এর দশকে এসে এটি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। পাচারের জন্য সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ, নেপাল ও ভারতের নারীদের টার্গেট করা হয়। এরপর সরকার, এনজিওসহ সবার নেওয়া পদক্ষেপে নারী পাচারের ঘটনা কিছুটা কমিয়ে আনা সম্ভব হয়। এখন ডিজিটাল যুগে এসে নারী পাচারেও ভিন্নতা এসেছে। উঠতি বয়সীরা এখন সবকিছুর মধ্যে গ্ল্যামার বা আনন্দ খোঁজে। তারা বেশির ভাগ সময়ই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতন নয়। এ ক্ষেত্রে ছেলেরা যতটা না সচেতন থাকে মেয়েরা ততটা থাকে না। কি শহর কি গ্রাম সব স্থানে একই চিত্র। এর ফলে যে মেয়েদের মধ্যে সচেতনতাবোধ কিছুটা কম। তারা অল্পতেই পরিচিত হওয়ার জন্য এবং অর্থের লোভে ভুল পথে পা বাড়ায়। এলিনা খান বলেন, পাচারসংশ্লিষ্ট কাজ করতে গিয়ে বর্ডার এলাকায় আমরা দেখেছি, একজন পাচারকারী ধরা পড়ার সঙ্গে সঙ্গে তার উকিল জামিনের ব্যবস্থা করতে তৎপর হয়ে ওঠেন। আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নারী পাচারের মামলাগুলো এমনভাবে লিখত যে পাচারকারীরা ফাঁকফোকর দিয়ে বের হয়ে যেত।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
নজরদারির ব্যবস্থা খুবই খারাপ
----- এলিনা খান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর