সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

পদ্মায় জেলের জালে বিশাল পাঙ্গাশ

রাজবাড়ী প্রতিনিধি

পদ্মায় জেলের জালে বিশাল পাঙ্গাশ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে জেলের জালে ধরা পড়েছে ১১ কেজি ৬০০ গ্রাম ওজনের পাঙ্গাশ মাছ। গতকাল ভোররাতে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় স্থানীয় জেলে খোরশেদ আলমের জালে বিশাল মাছটি ধরা পড়ে। খোরশেদ আলম বলেন, প্রতিদিনের মতো এদিনও পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলি। মাঝ রাত থেকে মাছ ধরার চেষ্টা করছিলাম। ভোরের দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৬ নম্বর এলাকায় জাল তুলতেই উঠে আসে বিশাল আকৃতির এই পাঙ্গাশ মাছ। পরে এটি দৌলতদিয়া মৎস্য আড়তে বিক্রি করি। দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনি আরিফা মৎস্য ভান্ডারের ব্যাবসায়ী চান্দু মোল্যা বলেন, প্রতিদিনের মতো এদিনও মৎস্য আড়তে যাই। সেখানে গিয়ে বড় আকৃতির পাঙ্গাস মাছটি দেখতে পাই। আড়তদার বলেন- মাছটির ওজন ১১ কেজি ৬০০ গ্রাম। এরপর আমি এটি উন্মুক্ত দামে ১২০০ টাকা কেজি দরে ১৩ হাজার ৯২০ টাকায় কিনে ফেলি। রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন,  মা ইলিশ ও জাটকা সংরক্ষণ অভিযানের ফলে পদ্মায় এই পয়েন্টে মা পাঙ্গাস ও পাঙ্গাসের পোনা হয়েছে। ফলে এখন পদ্মা নদীতে প্রচুর পরিমাণে পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ পাওয়া যাবে।

সর্বশেষ খবর