রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট বসে পুঠিয়া উপজেলার বানেশ্বরে। আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলত আম বেচাকেনা। পাইকার আর বিক্রেতার পদচারণে মুখর থাকত হাট। কিন্তু এখন আমের দামে জোয়ার-ভাটা খেলা- সকালে চড়া তো, বিকালে খরা। গোপালভোগ শেষ পর্যায়ে। দু-একজনের কাছে থাকলেও দাম ১৮০০ থেকে ২ হাজার টাকা মণ। তার পরও নেই ক্রেতা। করোনা ও লকডাউনে উভয় সংকটে আমের বাজার। এমন সংকটে কমেছে দামও। রাজশাহীর বৃহত্তর আমের হাট বানেশ্বরে মণপ্রতি দাম কমেছে ২৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, এখন আমের ভরা মৌসুম। রানীপছন্দ, ফজলি ও আশি^না ছাড়া সব আমের পর্যাপ্ত জোগান আছে। তবে করোনা ও লকডাউনের কারণে আসছেন বাইরের ব্যবসায়ীরা। বাজারটিতে গতকাল ল্যাংড়া আম বিক্রি হয়েছে প্রতি মণ ১ হাজার থেকে ১৪০০ টাকা। ক্ষীরশাপাতি ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৯০০ টাকা মণ দরে। এ ছাড়া লক্ষণভোগ ৬০০ থেকে ৮০০ টাকা মণ। আম ব্যবসায়ী ও চাষিদের দাবি, বাইরের ব্যবসায়ীরা আসতে পারছেন না লকডাউন ও করোনায় সংক্রমণের ভয়ে। এমন অবস্থায় প্রতিদিনই লোকসান হচ্ছে তাদের। ফলে মণপ্রতি ২৫০ থেকে ৪০০ টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে। সবুজ ইসলাম নামে এক চাষি জানান, আম বিক্রি না করে উপায় নেই। আমে পরিপক্বতা এসেছে, গাছে থাকলেও পেকে যাবে। কয়েক দিন থেকে ঘন ঘন বৃষ্টি হচ্ছে। এতে পাকা আমগুলো মাটিতে পড়ে নষ্ট হচ্ছে। উপায় না দেখে আম নামাতে হচ্ছে। এ ছাড়া দাম ভালো পাওয়ার আশায় সংরক্ষণ করার ব্যবস্থা নেই। পবার কুখুন্ডী এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন জানান, এখন আম শেষ পর্যায়ে। তারপরও দাম নেই। দাম বাড়ার আশায় দেরিতে নামালাম আম। কিন্তু তিন থেকে চার দিনের তুলনায় দাম পড়ে গেছে। বাজারে ল্যাংড়া আম বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা মণ। তিনি আরও বলেন, ব্যবসায়ীরা মনে করছেন রাজশাহীতে লকডাউন। তার মানে বানেশ্বর হাট এলাকাতেও। তাই হাটে ব্যবসায়ী কম আসছে। আড়তদার মনিরুল ইসলাম বলেন, ‘এবার তেমন পাইকাররা নামছেন না। লকডাউন ও করোনায় আক্রান্তের ভয়ে অনেকেই আসছেন না। এ কারণে আমের দাম অনেকটা কম। পাইকারি ব্যবসায়ী মহিরুল ইসলাম বলেন, ‘গতবার করোনা থাকলেও আমের দাম কম ছিল না। ঢাকা বা চট্টগ্রামের আড়তেও ৭০-৮০ টাকার ওপরে আম বিক্রি করা যাচ্ছে না। কিন্তু অন্যান্যবার এই সময় গোপালভোগ, ক্ষীরশাপাতি ও ল্যাংড়া ৮০-১০০ টাকা কিনতে হয়েছে বাজার বা বাগান থেকেই। বানেশ্বর হাটের ইজারাদার ওসমান আলী জানান, বাজারে আম ভালো আছে। তবে ক্রেতা কম। তার পরও প্রতিদিন ৬ থেকে ৭টি ট্রাকভর্তি আম দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। তবে সবকিছু ঠিক থাকলে আরও বাড়ত আম পরিবহন। অনলাইনে আম বিক্রেতা মনিরুজ্জামান বলেন, ‘আমের ক্রেতা কম। অর্ডার পাচ্ছি কম। কোনো দিন ফাঁকাও যাচ্ছে। আর সকালে আমের দাম বেশি থাকে। সেই তুলনায় বিকালে আমের দাম পড়ে (কম) যায়। তিনি আরও বলেন, দূর-দূরান্তের আমচাষি ও ব্যবসায়ী আসছেন কম। প্রথমদিকে প্রতিদিন চার থেকে ৬ মণ আমের অর্ডার পেয়েছি। কিন্তু কয়েক দিনে অল্প পাচ্ছি।’ ট্রাকচালক আবুল কালাম জানান, ‘আমের ট্রিপ চট্টগ্রাম, বরিশাল, সিলেটে নিয়ে যান। করোনার আগে সপ্তাহে দুই-তিনটা ট্রিপ হতো। এ বছর সপ্তাহে একটি করে ট্রিপ হচ্ছে। ব্যবসায়ীরা আম কম পাঠাচ্ছেন।’ বানেশ্বর হাটের ইজাদার ওসমান আলী জানান, ‘আমের ক্রেতা কিছুটা কম।’ রাজশাহীতে এ মৌসুমে ২ লাখ ১৪ হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। যার বাজার মূল্য হাজার কোটি টাকা। এবার রাজশাহীতে ঝড় কম হওয়ায় আমের উৎপাদন বেশি হয়েছে। ফলে বর্তমান অবস্থায় বাজার দরে তেমন প্রভাব পড়বে না বলে মনে করছে কৃষি বিভাগ। তবে এ অঞ্চলের মানুষের তিন মাসের যে অর্থনৈতিক চাঞ্চল্য সেটিতে ভাটা পড়েছে শুধু পাইকার সংকটে। তারপরও বিকল্প নানা উপায়ে আম দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কেজেএম আবদুল আউয়াল। করোনা ছড়ায় না : আমের গত মৌসুমে করোনায় এক রকম আতঙ্কের মধ্যে ছিলেন বাইরের জেলার মানুষরা। আমের ঝুড়ি বা কার্টনে করোনার সংক্রমণের আতঙ্ক ছিল। তবে চিকিৎসকরা বলছেন, আম করোনা ছড়ায় না বা আমের ঝুড়ি, কার্টনে করোনা ছড়ানোর সম্ভাবনা নেই। মানুষ বেশি চলাচল না করলেই এটি নিরাপদ। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘আমে করোনাভাইরাস ছড়ায় না। তবে হাট-বাজারে আম কিনতে গেলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে ক্রেতা-বিক্রেতা উভয়কেই।’ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. চিন্ময় কান্তি দাস বলেন, ‘আমের মাধ্যমে করোনা ছড়িয়েছে, এমন বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ নেই। আম নিরাপদেই মানুষ গ্রহণ করতে পারে। যারা তারপরও আতঙ্কের মধ্যে আছেন, আম স্যানিটাইজ করে কিছুক্ষণ রেখে দিলে নিশ্চিতে সেটি খেতে পারেন। এ নিয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই।’ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, ‘যারা এ নিয়ে আতঙ্কিত তারা আম কেনার পর সাবান পানিতে ভিজিয়ে কিছুক্ষণ পর খেতে পারেন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ