রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট বসে পুঠিয়া উপজেলার বানেশ্বরে। আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলত আম বেচাকেনা। পাইকার আর বিক্রেতার পদচারণে মুখর থাকত হাট। কিন্তু এখন আমের দামে জোয়ার-ভাটা খেলা- সকালে চড়া তো, বিকালে খরা। গোপালভোগ শেষ পর্যায়ে। দু-একজনের কাছে থাকলেও দাম ১৮০০ থেকে ২ হাজার টাকা মণ। তার পরও নেই ক্রেতা। করোনা ও লকডাউনে উভয় সংকটে আমের বাজার। এমন সংকটে কমেছে দামও। রাজশাহীর বৃহত্তর আমের হাট বানেশ্বরে মণপ্রতি দাম কমেছে ২৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, এখন আমের ভরা মৌসুম। রানীপছন্দ, ফজলি ও আশি^না ছাড়া সব আমের পর্যাপ্ত জোগান আছে। তবে করোনা ও লকডাউনের কারণে আসছেন বাইরের ব্যবসায়ীরা। বাজারটিতে গতকাল ল্যাংড়া আম বিক্রি হয়েছে প্রতি মণ ১ হাজার থেকে ১৪০০ টাকা। ক্ষীরশাপাতি ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৯০০ টাকা মণ দরে। এ ছাড়া লক্ষণভোগ ৬০০ থেকে ৮০০ টাকা মণ। আম ব্যবসায়ী ও চাষিদের দাবি, বাইরের ব্যবসায়ীরা আসতে পারছেন না লকডাউন ও করোনায় সংক্রমণের ভয়ে। এমন অবস্থায় প্রতিদিনই লোকসান হচ্ছে তাদের। ফলে মণপ্রতি ২৫০ থেকে ৪০০ টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে। সবুজ ইসলাম নামে এক চাষি জানান, আম বিক্রি না করে উপায় নেই। আমে পরিপক্বতা এসেছে, গাছে থাকলেও পেকে যাবে। কয়েক দিন থেকে ঘন ঘন বৃষ্টি হচ্ছে। এতে পাকা আমগুলো মাটিতে পড়ে নষ্ট হচ্ছে। উপায় না দেখে আম নামাতে হচ্ছে। এ ছাড়া দাম ভালো পাওয়ার আশায় সংরক্ষণ করার ব্যবস্থা নেই। পবার কুখুন্ডী এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন জানান, এখন আম শেষ পর্যায়ে। তারপরও দাম নেই। দাম বাড়ার আশায় দেরিতে নামালাম আম। কিন্তু তিন থেকে চার দিনের তুলনায় দাম পড়ে গেছে। বাজারে ল্যাংড়া আম বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা মণ। তিনি আরও বলেন, ব্যবসায়ীরা মনে করছেন রাজশাহীতে লকডাউন। তার মানে বানেশ্বর হাট এলাকাতেও। তাই হাটে ব্যবসায়ী কম আসছে। আড়তদার মনিরুল ইসলাম বলেন, ‘এবার তেমন পাইকাররা নামছেন না। লকডাউন ও করোনায় আক্রান্তের ভয়ে অনেকেই আসছেন না। এ কারণে আমের দাম অনেকটা কম। পাইকারি ব্যবসায়ী মহিরুল ইসলাম বলেন, ‘গতবার করোনা থাকলেও আমের দাম কম ছিল না। ঢাকা বা চট্টগ্রামের আড়তেও ৭০-৮০ টাকার ওপরে আম বিক্রি করা যাচ্ছে না। কিন্তু অন্যান্যবার এই সময় গোপালভোগ, ক্ষীরশাপাতি ও ল্যাংড়া ৮০-১০০ টাকা কিনতে হয়েছে বাজার বা বাগান থেকেই। বানেশ্বর হাটের ইজারাদার ওসমান আলী জানান, বাজারে আম ভালো আছে। তবে ক্রেতা কম। তার পরও প্রতিদিন ৬ থেকে ৭টি ট্রাকভর্তি আম দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। তবে সবকিছু ঠিক থাকলে আরও বাড়ত আম পরিবহন। অনলাইনে আম বিক্রেতা মনিরুজ্জামান বলেন, ‘আমের ক্রেতা কম। অর্ডার পাচ্ছি কম। কোনো দিন ফাঁকাও যাচ্ছে। আর সকালে আমের দাম বেশি থাকে। সেই তুলনায় বিকালে আমের দাম পড়ে (কম) যায়। তিনি আরও বলেন, দূর-দূরান্তের আমচাষি ও ব্যবসায়ী আসছেন কম। প্রথমদিকে প্রতিদিন চার থেকে ৬ মণ আমের অর্ডার পেয়েছি। কিন্তু কয়েক দিনে অল্প পাচ্ছি।’ ট্রাকচালক আবুল কালাম জানান, ‘আমের ট্রিপ চট্টগ্রাম, বরিশাল, সিলেটে নিয়ে যান। করোনার আগে সপ্তাহে দুই-তিনটা ট্রিপ হতো। এ বছর সপ্তাহে একটি করে ট্রিপ হচ্ছে। ব্যবসায়ীরা আম কম পাঠাচ্ছেন।’ বানেশ্বর হাটের ইজাদার ওসমান আলী জানান, ‘আমের ক্রেতা কিছুটা কম।’ রাজশাহীতে এ মৌসুমে ২ লাখ ১৪ হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। যার বাজার মূল্য হাজার কোটি টাকা। এবার রাজশাহীতে ঝড় কম হওয়ায় আমের উৎপাদন বেশি হয়েছে। ফলে বর্তমান অবস্থায় বাজার দরে তেমন প্রভাব পড়বে না বলে মনে করছে কৃষি বিভাগ। তবে এ অঞ্চলের মানুষের তিন মাসের যে অর্থনৈতিক চাঞ্চল্য সেটিতে ভাটা পড়েছে শুধু পাইকার সংকটে। তারপরও বিকল্প নানা উপায়ে আম দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কেজেএম আবদুল আউয়াল। করোনা ছড়ায় না : আমের গত মৌসুমে করোনায় এক রকম আতঙ্কের মধ্যে ছিলেন বাইরের জেলার মানুষরা। আমের ঝুড়ি বা কার্টনে করোনার সংক্রমণের আতঙ্ক ছিল। তবে চিকিৎসকরা বলছেন, আম করোনা ছড়ায় না বা আমের ঝুড়ি, কার্টনে করোনা ছড়ানোর সম্ভাবনা নেই। মানুষ বেশি চলাচল না করলেই এটি নিরাপদ। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘আমে করোনাভাইরাস ছড়ায় না। তবে হাট-বাজারে আম কিনতে গেলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে ক্রেতা-বিক্রেতা উভয়কেই।’ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. চিন্ময় কান্তি দাস বলেন, ‘আমের মাধ্যমে করোনা ছড়িয়েছে, এমন বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ নেই। আম নিরাপদেই মানুষ গ্রহণ করতে পারে। যারা তারপরও আতঙ্কের মধ্যে আছেন, আম স্যানিটাইজ করে কিছুক্ষণ রেখে দিলে নিশ্চিতে সেটি খেতে পারেন। এ নিয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই।’ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, ‘যারা এ নিয়ে আতঙ্কিত তারা আম কেনার পর সাবান পানিতে ভিজিয়ে কিছুক্ষণ পর খেতে পারেন।
শিরোনাম
- চাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু
- ভূরাজনৈতিক উত্তেজনায় বাড়লো এশিয়ায় এলএনজির দাম
- সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে : নাহিদ ইসলাম
- কাতারে হামলায় সৌদির আকাশপথ ব্যবহার করে ইসরায়েল, দাবি রিপোর্টে
- যে কারণে রাশিয়ার ওপর বড় নিষেধাজ্ঞা দিতে পারছেন না ট্রাম্প
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা, সরকারের তীব্র নিন্দা
- অক্টোবরের শুরুতেই চার দিনের সরকারি ছুটি
- ম্যাচ হারা নিয়ে যা বললেন লিটন
- রাজধানীতে চুরি হওয়া ২৫ লাখ টাকা উদ্ধার, যুবক গ্রেফতার
- কাতারে হামাস নেতাদের হত্যায় স্থল অভিযান চালাতে অস্বীকৃতি জানায় মোসাদ
- অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, দুই ছিনতাইকারী জীবিত নেই
- চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, চারজন গ্রেফতার
- মাদ্রিদে বারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২৫
- সাদাপাথর লুটের ঘটনায় পদ স্থগিত বিএনপি নেতা গ্রেফতার
- এনসিএল টি-টোয়েন্টি শুরু হচ্ছে আজ
- ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা শহীদ মিনারে, দাফন কুষ্টিয়ায়
- কাতারে জরুরি সম্মেলনে বসছে ইসলামিক দেশগুলো
- সেই ফারিয়াসহ তিনজন কারাগারে
- মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ৩ বাংলাদেশি আলেম
কৃষি
সকালে চড়া বিকালে খরা
আম নিয়ে বিপাকে বিক্রেতারা
কাজী শাহেদ, রাজশাহী
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রস্তাবে বাংলাদেশসহ ১৪২ দেশের সমর্থন
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উত্তজনা বাড়িয়ে পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা উত্তর কোরিয়ার
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম