শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

পানির দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পানির দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে ঢাকা মহানগর বিএনপি। গতকাল সকালে কারওয়ান বাজারে ওয়াসা ভবনে গিয়ে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি হস্তান্তর করে।

এ উপলক্ষে এক সমাবেশে হাবিব-উন নবী খান সোহেল বলেন, পানির বিল অন্যায়ভাবে বাড়ানো হয়েছে। গত ১৩ বছরে ১৪ বার ওয়াসা পানির বিল বাড়িয়েছে। তিনি এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেন, পানির অপর নাম জীবন। কিন্তু মান বিচারে ওয়াসার পানির আরেক নাম মরণ। স্মারকলিপিতে বলা হয়েছে, করোনা মহামারীকালে ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত অমানবিক, অনাকাক্সিক্ষত, অযৌক্তিক, মৌলিক অধিকারের পরিপন্থী ও গণবিরোধী-যা নগরবাসীর জন্য ‘মরার উপর খাঁড়ার ঘা’। এ সময় উপস্থিত ছিলেন বিগত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের সাধারণ সম্পাদক আবদুল আলীম নকি, সিনিয়র সহসভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু, যুব দলের সভাপতি সাইফুল আলমসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর