শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

নাটোরে পিস্তল ঠেকিয়ে ‘টাকা দেনা আছি’ লিখিয়ে নেওয়ায় গ্রেফতার ২

নাটোর প্রতিনিধি

রফিকুল ইসলাম নামে এক খাদ্য কর্মকর্তা পুলিশে অভিযোগ করেন, তার পেটে পিস্তল ঠেকিয়ে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে সাদা কাগজে ‘আট লাখ টাকা দেনা আছি’ মর্মে লিখিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় বাগাতিপাড়া থানা পুলিশ রাসেল ও কালাম নামে দুজনকে গ্রেফতার করেছে। রফিকুল পুলিশকে বলেন, ঘটনাটি ঘটেছে সংসদ সদস্য (নাটোর-১) শহীদুল ইসলাম বকুলের বাড়িতে।

তবে বকুল এমপি বলেন, তার চরিত্রে কালিমা লেপনের মতলবেই তার বাড়িতে এমন ঘটনা ঘটার অভিযোগ তোলা হয়েছে। এমপি বলেন, খাদ্য কর্মকর্তা রফিকুল তার বাড়িতে এসে কথা বলে চলে গেছেন। তার বাড়িতে এমন কোনো ঘটনা ঘটেইনি। সব মিথ্যা। এমপি বলেন খাদ্য গুদামের ভাগ-বাঁটোয়ারা বা টাকা আত্মসাতের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে এখন আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। এর আগেও প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে এ ধরনের অভিযোগ করেছিল। পরে তা মিথ্যা প্রমাণও হয়েছে। গোপালপুর সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম তার অভিযোগে পুলিশকে জানান, রোকন নামে এক লোক নিজেকে ‘এমপির ঘনিষ্ঠজন’ পরিচয় দিয়ে কয়েক দিন ধরে তাকে এমপির সঙ্গে দেখা করার জন্য চাপ দিচ্ছিল। তাই বৃহস্পতিবার বেলা দেড়টায় তিনি বাগাতিপাড়ায় এমপির বাড়িতে যান। এমপি তার কামরায় বসা ছিলেন। সঙ্গে ছিলেন রোকন, রাসেল ও কালাম। এমপি মিনিট দশেক কথা বলে অন্যত্র চলে যান। রফিকুল বলেন, আমিও বেরিয়ে যেতে চাইলাম। কিন্তু রাসেল রুমের বাইরে থেকে দরজা আটকে দেয়। তখন কালাম সাড়ে চার ঘণ্টা ধরে আমার পেটে পিস্তল ঠেকিয়ে আমাকে বসে থাকতে বাধ্য করে। একপর্যায়ে আমাকে দিয়ে সাদা কাগজে লিখিয়ে নেয়, ‘আমি রাসেলের কাছ থেকে আট লাখ টাকা ধার নিয়েছি। আজ সন্ধ্যার মধ্যেই এই টাকা পরিশোধ করব।’ বৃহস্পতিবার সন্ধ্যার পর রোকন ফোন করে বলেন, ‘লেনদেনটা সেরে ফেলুন, কখন দিবেন?’ এ বিষয়ে প্রতিকার চেয়ে রাত ১০টার দিকে লালপুর থানায় লিখিত অভিযোগ নিয়ে গেলে ওসি তা গ্রহণ করেননি। তিনি জানান, ঘটনা বাগাতিপুরে, তাই ওখানেই অভিযোগ দিতে হবে।

সর্বশেষ খবর