কয়েক দিন ধরে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। রাজধানী ঢাকায়ও মুষলধারে বৃষ্টি হয়েছে গতকাল। বৃষ্টি আর যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। দুপুর ১টা থেকে বৃষ্টি শুরু হয়। এরপর থেমে থেমে তা অব্যাহত থাকে। গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে- ১৯২ মিলিমিটার। ঢাকায় হয়েছে ২৬ মিলিমিটার।
সাম্য হত্যার প্রতিবাদে গতকাল শাহবাগ ব্লক করে ছাত্রদল। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবন ব্লকেড কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। কদিন ধরে কাকরাইল মসজিদের সামনে ব্লক করে বেতনের দাবিতে আন্দোলন করছেন টিএনজেড-এর গার্মেন্ট কর্মীরা। বিকালে সরকারি-বেসরকারি অফিস ছুটির সময় বৃষ্টি আর যানজটের কবলে পড়েন নগরবাসী। আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। গতকাল পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এখন যেহেতু কালবৈশাখির মৌসুম, তাই কম বেশি বৃষ্টিপাত থাকতে পারে। তবে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বেশি হচ্ছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।