রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এখন সবচেয়ে বড় প্রয়োজন মানুষের জীবন ও জীবিকা রক্ষা করা। শুধু সরকারি কর্মকর্তাদের দিয়ে করোনা মোকাবিলা সম্ভব নয়। রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি সব স্তরের মানুষকে সম্পৃক্ত এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ জন্য সরকারি কর্মকর্তাদের পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, নির্বাচিত জনপ্রতিনিধি, জোট শরিকদের দায়িত্ব দিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আলাপকালে রাজশাহীর সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, করোনার ঢেউ যে হারে বাড়ছে এবং নতুন করে পুরো দেশ লকডাউনের ফলে সমস্যার সৃষ্টি হবে। করোনার সংকট মোকাবিলায় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সম্পৃক্ত করা প্রয়োজন। শুরু থেকেই সরকারি কর্মকর্তাদের সঙ্গে রাজনীতিবিদদের সমন্বয় করা উচিত ছিল। তিনি বলেন, সিটি এলাকা বা জেলায় জেলায় কী সমস্যা হচ্ছে, মানুষের কী কী চাহিদা সেগুলো জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই বেশি ভালো জানেন এবং চিহ্নিত করতে সক্ষম হন। কারণ নির্বাচিত প্রতিনিধিদের যেহেতু নিবিড়ভাবে মানুষের সঙ্গে মিশতে হয়, আবার জনগণও সমস্যার কথা জনপ্রতিনিধিদেরই বলে থাকেন। সে কারণে করোনা মোকাবিলায় যদি রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা গাইড করতে পারতেন তাহলে ভালো হতো। লিটন বলেন, ‘এখনো সময় আছে সমন্বয়ের জন্য জেলা-উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে কমিটি করে করোনা পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। রাজনীতিবিদদের সিদ্ধান্তকে অগ্রাধিকার দিয়ে কাজ করা উচিত বলে মনে করি।’ রাজশাহী বিভাগে করোনার পরিস্থিতি তুলে ধরে লিটন বলেন, ‘রাজশাহীতে এখন পরিস্থিতি খারাপের দিকে। করোনা মোকাবিলায় রাজশাহী বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটা কমিটি আছে। এ কমিটি পুরোপুরি সরকারি কর্মকর্তাদের নিয়ে করা কমিটি। আর রাজশাহী মহানগরে পৃথক কমিটি রয়েছে। মেয়র হিসেবে এ কমিটিতে আমি এবং ওয়ার্ড কাউন্সিলর ও কিছু সরকারি কর্মকর্তা আছেন। আমরা কাজ করছি। পুরো দায়িত্ব আমাদের হাতে পেলে কাজ আরও সহজ হতো। আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছি, তারা সরকারি কর্মকর্তাদের গাইড করতাম, তারা কাজগুলো বাস্তবায়ন করতেন।’
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
শুধু সরকারি কর্মকর্তা নয়, সম্পৃক্ত করতে হবে জনপ্রতিনিধিদের
-এ এইচ এম খায়রুজ্জামান লিটন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর