বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

শেখ কামালের ৭২তম জন্মদিন

নিজস্ব প্রতিবেদক

শেখ কামালের ৭২তম জন্মদিন

বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সংস্কৃতিসেবী ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের বড় ছেলে শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী শেখ কামাল ১৯৭৫ সালের ১৫ আগস্ট পিতা-মাতার সঙ্গে সপরিবারে শহীদ হন। জীবদ্দশায় তিনি হয়ে উঠে ছিলেন তারুণ্যের প্রতীক। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র। বন্ধু ও শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন ‘স্পন্দন শিল্পীগোষ্ঠী’। ছিলেন ‘ছায়ানট’-এ প্রশিক্ষিত সেতারবাদক। তিনি ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রেরও প্রতিষ্ঠাতা শেখ কামাল। তিনি ১৯৭১ এ সরাসরি মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। সেসময় প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণ নিয়ে মুক্তিবাহিনীতে কমিশন্ড পেয়েছিলেন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর এডিসি ছিলেন তিনি। স্বাধীনতার পর শেখ কামাল সেনাবাহিনী থেকে সে¦চ্ছা অবসর নিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করেন। ১৯৭৫ সালের ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ বরেণ্য অ্যাথলেট সুলতানা খুকুর সঙ্গে কামালের বিয়ে হয়। ছাত্রলীগের একজন নিবেদিত, সংগ্রামী, আদর্শবাদী কর্মী হিসেবে ’৬৯-এর গণঅভ্যুত্থান ও ’৭১-এর মুক্তিযুদ্ধে যথোচিত ভূমিকা পালন করেন।

দিবসটি যথাযথভাবে পালনের জন্য স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আওয়ামী লীগ আজ সকাল ৮টা ৩০ মিনিটে ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল ৯টা ১৫ মিনিটে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এ ছাড়াও বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন যথাযথ মর্যাদায় দিবসটি পালন করতে নানাবিধ কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাযথ মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সব স্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি  অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ খবর