শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা
দুঃসময়ে মানবতার পাশে

মুই এলা ত্রাণ কোনোকালে পাইনু

বসুন্ধরার খাদ্যসহায়তা

নওগাঁ প্রতিনিধি

 মুই এলা ত্রাণ কোনোকালে পাইনু

বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে গতকাল নওগাঁয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয় -বাংলাদেশ প্রতিদিন

নওগাঁর মান্দা উপজেলার হাজেরা বিবি চোখে ঝাপসা দেখেন। কানেও ঠিকমতো শোনেন না। দেহের চামড়া লেপ্টে আছে হাড়ের সঙ্গে। তাকে ছেড়ে একে একে ওপারে পাড়ি জমিয়েছেন তার স্বামী, এক ছেলে ও দুই মেয়ে। তার হাতে তুলে দেওয়া হয় বসুন্ধরা গ্রুপের ১০ কেজি চাল, ৩ কেজি ডাল ও ৩ কেজি আটা। খাদ্যসামগ্রী পেয়ে চোখের জল আটকে রাখতে পারলেন না তিনি। বললেন, তোমাঘরক আল্লাহ সুখে-শান্তিতে থুক। আমেরুন বেগম নামের আরেক উপকারভোগী বলেন, তোমাঘরক অনেক দোয়া দিচিন। আল্লাহ ভালো করবে। মুই এলা ত্রাণ কোনোকালে পাইনু। গতকাল সকালে জেলার মান্দা উপজেলায় ২৫০ অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এ ছাড়া সবার মাঝে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। উপজেলার রেবা আখতার আলিম মাদরাসা মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কণ্ঠ শুভসংঘ এই খাদ্যসামগ্রী বিতরণ করে। এ সময় নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বলেন, বসুন্ধরা গ্রুপের মতো বড় বড় শিল্পগোষ্ঠী ও বিত্তশালীরা এগিয়ে এলে আমরা সব দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারব। উপস্থিত ছিলেন জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মতিয়ার রহমান, মান্দা উপজেলা চেয়ারম্যান আলহাজ মোল্লা মোহাম্মদ এমদাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মাহাবুবা সিদ্দিকা রোমা, থানার ওসি শাহিনুর রহমান, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ফরিদুল করিম তরফদার, মান্দা উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম, রেবা আখতার আলিম মাদরাসার অধ্যক্ষ আবদুল গফুর, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহদী আশরাফ জীবন, সাংবাদিক জসিম উদ্দিন, রেজাউল ইসলাম, ইব্রাহিম হোসেন, জিল্লুর রহমান, পলাশ চন্দ্র সরকার, আবদুল জব্বার, এ এইচ এম কামরুজ্জামান, মাসুদ রানা, শাহাজান আলী, ইসমাইল হোসেন, খলিলুর রহমান, মোয়াজ্জেম হোসেন, আলম হোসেন, তরিকুল ইসলাম ও শুভসংঘের উত্তরা ইউনিভার্সিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন রনি। দুপুরে জেলার নিয়ামতপুর উপজেলায় ২৫০ অতিদরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে বসুন্ধরা। নিয়ামতপুর মডেল বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই। করোনা ভাইরাস মহামারীতে দেশব্যাপী এই উদ্যোগ প্রশংসনীয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারিয়া পেরেরা, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, সাংবাদিক শাহজাহান সাজু, জাবেদ আলী, রফিকুল ইসলাম, আবদুল মতিন, আয়নুক হক, ইমরান হোসেন, দেলোয়ার হোসেন। একই সময় জেলার পোরশা উপজেলায় ২৫০ অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সবাইকে ১০ কেজি চাল, ৩ কেজি ডাল ও ৩ কেজি করে আটা দেওয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে নিতপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে ১৫০ ও সরাইগাছীর মোড়ের কাতিপুর কালিনগর উচ্চবিদ্যালয় মাঠে ১০০ পরিবারকে এই খাদ্যসামগ্রী দেওয়া হয়। বয়স ১০০ পেরিয়েছে জিল্লুর রহমানের। ফোকলা দাঁতে ঠিক মতো কথা বলতে পারেন না। হাঁটেন লাঠিতে ভর দিয়ে। তিনি হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহর কাছে দোয়া থুই। বসুন্ধরা মালিকক যেন ভালো হয়। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে পোরশা উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহ মনজুর মোরশেদ চৌধুরী বলেন, আজ আমাদের উপজেলার ছিন্নমূল ২৫০ পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপ খাদ্য সহায়তা দিল। আমরা কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা বলেন, সারা বাংলাদেশের ২ লাখ পরিবারের মাঝে তারা খাদ্যসামগ্রী বিতরণ করছে। আমার জানা মতে সরকারের পাশাপাশি বসুন্ধরা গ্রুপের মতো বৃহৎ পরিসরে এই ত্রাণ বিতরণ কার্যক্রম আর কেউ করেনি। বেসরকারিভাবে এটা দেশের সবচেয়ে বড় ত্রাণ বিতরণ কার্যক্রম। আমাদের উপজেলাসহ নওগাঁ জেলায় ৩ হাজার পরিবারকে এই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। দেশব্যাপী এমন মহৎ উদ্যোগ নেওয়ার জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে তিনি ধন্যবাদ জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভসংঘের পোরশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান সরকার, স্বেচ্ছাসেবী নুরুজ্জামান ও গাজ্জালী সরকার। বিকালে জেলার সাপাহার উপজেলায় সাপাহার পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ২৫০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে বসুন্ধরা গ্রুপ। এ সময় উপস্থিত হয়ে সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান হোসেন মন্ডল বলেন, করোনা মহামারী মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য ত্রাণ সহায়তা দিচ্ছে। বসুন্ধরা গ্রুপও সারা দেশের ২ লাখ অসহায় পরিবারকে ত্রাণের আওতায় নিয়ে এসেছে। বর্তমান পরিস্থিতিতে এটা বসুন্ধরা গ্রুপের শ্রেষ্ঠ উদ্যোগ। আমরা তাদের ধন্যবাদ জানাই। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, সাপাহার সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, সাপাহার বণিক সমিতির সভাপতি মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারওয়ার, শুভসংঘের জেলার সহ-সভাপতি সাব্বির হোসেন, সাপাহার শাখার সভাপতি নুরুল হক মাস্টার, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, আকরাম হোসেন, আবদুল আলিম, সেলিম, ফজলুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর