সোমবার, ৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

আট দিনে ২ হাজার মৃত্যু

করোনায় ৫ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জন, ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৪১ জন, শনাক্ত ১০২৯৯

নিজস্ব প্রতিবেদক

আট দিনে ২ হাজার মৃত্যু

দেশে করোনাভাইরাস সংক্রমণের দেড় বছরে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এর মধ্যে গত সপ্তাহ ছিল সবচেয়ে ভয়াবহ। আট দিনে করোনা কেড়ে নিয়েছে ১ হাজার ৯৮৫ জনের প্রাণ। করোনা সংক্রমণের গতিও ঊর্ধ্বমুখী। মৃত্যু সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। তবে এসব রোগীর বেশির ভাগই অন্য বিভাগ থেকে রেফার্ড হয়ে ঢাকার হাসপাতালে ভর্তি ছিল।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল করোনা সংক্রমণে ২৪১ জন মারা গেছেন। ৪২ হাজার তিনটি নমুনা পরীক্ষায় ১০ হাজার ২৯৯ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ। জুলাই মাস জুড়েই চলেছে করোনার তান্ডব।

আগস্টের শুরু থেকেই করোনার আগ্রাসী সংক্রমণ চলছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু হার। দেশে করোনা শনাক্তের পরে সর্বোচ্চ ২৬৪ জন মারা গেছে গত সপ্তাহেই। গত ১ আগস্ট মারা গেছেন ২৩১ জন, ২ আগস্ট ২৬৪ জন, ৩ আগস্ট ২৩৫ জন, ৪ আগস্ট ২৪১ জন, ৫ আগস্ট ২৬৪ জন, ৬ আগস্ট ২৪৮ জন, ৭ আগস্ট ২৬১ জন। এ পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ২২ হাজার ৬৫২ জন, আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জন।

চলমান করোনা সংক্রমণের মধ্যে দেশে চলতি বছরের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত জুলাই মাসে। এ মাসে সর্বোচ্চ ৩ লাখ ৩৬ হাজার ২২৬ জনের করোনা শনাক্ত হয়। গতকাল করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে বক্তব্যকালে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে জুলাই মাসে সর্বোচ্চ ৩ লাখ ৩৬ হাজার ২২৬ জন রোগীর করোনা শনাক্ত হয়। আগস্টের শুরু থেকে ৭ আগস্ট পর্যন্ত ৯৩ হাজার ৯১২ জন রোগী শনাক্ত হয়েছে। গত এক মাসে করোনা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে দাবি করে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, চলতি বছরে জেলা ওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে- ঢাকা জেলায় সর্বোচ্চ ৪ লাখ ৫৮ হাজার ৮৯ জন রোগী শনাক্ত হয়েছে। ৮৫ হাজার ৮৮৬ জন রোগী শনাক্তের মাধ্যমে চট্টগ্রাম জেলা রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে। আর রাজশাহী জেলায় সর্বনিম্ন রোগী শনাক্ত হয়েছে। এ জেলায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ২০৯ জন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর