মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

দিনাজপুরে বজ্রপাতে চার শিশুসহ সাতজনের মৃত্যু, আহত ৩

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পৃথক দুটি স্থানে গতকাল বিকালে বজ্রসহ বৃষ্টিপাতের সময় চার শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন। দিনাজপুর শহরের উপশহর ৮ নম্বর ব্লকের রেলঘুমটি সংলগ্ন নিশ্চিন্তপুর এলাকায় মাঠে ফুটবল খেলার সময় চার শিশুর মৃত্যু এবং দুজন আহত হয়েছে। এ ছাড়া জেলার চিরিরবন্দরের দক্ষিণ সুখদেবপুর (পীরপাড়া) গ্রামের বসুনিয়ার দিঘিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু এবং একজন আহত হয়েছে। নিহতরা হলো-দিনাজপুরের উপশহরের ৮ নম্বর ব্লকের রেলঘুমটি এলাকার আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), বাবলু মিয়ার ছেলে হাসান (১৬), সাজু মন্ডলের ছেলে মিম (১০) ও কালিপুর এলাকার আপন (১৬) এবং চিরিরবন্দরের আবদুলপুর ইউপির দক্ষিণ সুখদেবপুর (পীরপাড়া) গ্রামের সাইমুল ইসলামের ছেলে আবদুর রাজ্জাক (২৫), আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২৪) ও মকছেদ আলী শাহের ছেলে নুর ইসলাম (২৪)। খেলার মাঠে বজ্রপাতে আহত দুই শিশু মমিনুল (১৬) ও আতিক (১৬) দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেন দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন। স্থানীয়রা জানান, বিকালে ঘটনার সময় রেলঘুমটি সংলগ্ন নিশ্চিন্তপুর এলাকায় হতাহতদের কেউ মাঠে ফুটবল খেলছিল, কেউ বৃষ্টিতে ভিজছিল। আবার কেউ খেলা দেখছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

অন্যদের উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরেক শিশু মারা যায়। অন্যদিকে চিরিরবন্দরের স্থানীয়রা জানায়, বাড়ির পাশে ওই দিঘিতে বৃষ্টির সময় তারা মাছ ধরতে গিয়েছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা গিয়ে পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী পানির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। বজ্রপাতে আল মামুন (২৩) নামে আরেকজন আহত হয়েছেন। তিনি একটু দূরে অবস্থান করে মাছ ধরায় তিনি প্রাণে বেঁচে গেছেন বলে স্থানীয়রা জানান। এ ছাড়া চিরিরবন্দরে আবদুলপুর ইউপির দক্ষিণ সুখদেবপুর (পীরপাড়া) গ্রামের বসুনিয়ার দিঘিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু এবং একজন আহত হয়। বজ্রপাতে আহত আল মামুনকে (২৩) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর