শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
ঢাকা বিশ্ববিদ্যালয়

১৮ মাস পর সশরীরে পরীক্ষা সাংবাদিকতা বিভাগে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

দীর্ঘ ১৮ মাস পর সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শতভাগ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে সকাল ও বিকালে দুই ভাগে ভাগ করে এসব পরীক্ষা নেওয়া হয়। অফিস সূত্র জানায়, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের নয় তলায় বেলা ১১টায় স্নাতকোত্তর পর্যায়ের ৫০১ নম্বর কোর্স ও দুপুর ২টায় স্নাতক শেষ বর্ষের ৪০১ নম্বর কোর্সের পরীক্ষা হয়েছে। স্নাতকোত্তর পর্যায়ে ৫৩ শিক্ষার্থীকে দুই রুমে তিন ফুট করে দূরত্বে বসিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। একই পদ্ধতিতে স্নাতক শেষ বর্ষের ৬৬ জন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। এই দুই বর্ষের পরীক্ষা সম্পন্নহওয়ার পর অন্য বর্ষের শিক্ষার্থীদের একইভাবে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানা গেছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ বলেন, একাডেমিক সভার সিদ্ধান্ত অনুসারে ডিন অফিসের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের অনুমোদন নিয়ে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হয়েছে।

 শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর