মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সরকার নিরপেক্ষ না হলে ইসি পাল্টিয়ে লাভ নেই

মুফতি রেজাউল করীম

সরকার নিরপেক্ষ না হলে ইসি পাল্টিয়ে লাভ নেই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই নতুন নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে বলেছেন, বাংলাদেশের বাস্তবতা হচ্ছে নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ ও গ্রহণযোগ্য না হলে কোনো নির্বাচন কমিশনের পক্ষেই গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতি এ দেশে এখনো গড়ে ওঠেনি। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন সরকার কেমন হবে তা নিয়ে আলোচনা করা। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলনের আমির বলেন, দুঃখজনকভাবে স্বাধীনতার ৫০ বছর পরও বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দলের কাছে জনগণের ভোটের কোনো মূল্য নেই। বড় রাজনৈতিক দলগুলো মুখেই শুধু গণতন্ত্রের চটকদার স্লোগান দেয় আর ক্ষমতায় গিয়ে তারা সংবিধানের দোহাই দিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেয়। গত দুটি জাতীয় নির্বাচনে আমাদের অভিজ্ঞতা ভালো নয়। আগামীতেও এর পুনরাবৃত্তি ঘটুক আমরা তা চাই না। পীর সাহেব বলেন, আমরা চাই দেশে এমন একটি পরিবেশ তৈরি হোক যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারে।

সর্বশেষ খবর