মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার অগ্নিপরীক্ষা

মাওলানা হাসানাত আমিনী

গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার অগ্নিপরীক্ষা

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, এবারের ইলেকশন কমিশন (ইসি) গঠন গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য বড় ধরনের ‘অগ্নিপরীক্ষা’। এ পরীক্ষায় অকৃতকার্য হলে অতীতের মতো দেশে রাজনৈতিক সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এ ক্ষেত্রে সরকার ও বিরোধী দল উভয় পক্ষকেই সমানভাবে এগিয়ে আসতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মাওলানা হাসানাত আমিনী বলেন, নির্দলীয়, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে হবে। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে একটি স্বাধীন, শক্তিশালী, কার্যকর এবং অর্থবহ নির্বাচন কমিশন গঠনের বিকল্প নেই। পাশাপাশি নির্বাচনব্যবস্থায় যে গলদ রয়েছে তা-ও দূর করতে হবে। এজন্য নির্বাচনব্যবস্থায় কিছু সংস্কার আনা প্রয়োজন। এ লক্ষ্যে সংবিধানের নির্দেশনা অনুযায়ী কমিশন গঠনে দ্রুত একটি স্বতন্ত্র আইন প্রণয়নের উদ্যোগ নিতে হবে।

আমিনী বলেন, বর্তমান সরকারের মেয়াদে দুটি কমিশনই গঠিত হয়েছে সার্চ কমিটির মাধ্যমে। আমি মনে করি পরবর্তী নির্বাচন কমিশনও সার্চ কমিটির মাধ্যমে গঠন করা যেতে পারে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। যদিও এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন নিয়ে কোনো কোনো দল দ্বিমতও পোষণ করছে। তাই নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসে, সবার মতামতের ভিত্তিতে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে কমিশন গঠনই বেশি ফলপ্রসূ হবে। ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনে মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। গণতন্ত্রের অগ্রযাত্রা নিশ্চিতে এটি খুবই জরুরি। নির্বাচন কমিশন গঠনের জন্য আইনি কাঠামো তৈরিতে আইনগতভাবেই এ কমিশনের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকবে। আর্থিক স্বাধীনতা থাকবে। জনবল নিয়োগের স্বাধীনতা থাকবে। তাহলে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হবে। অন্যথায় হবে নয়।

সর্বশেষ খবর