শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

হোয়াইট হাউসের সামনে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি র‌্যালি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখার দাবিসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্যে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের হস্তক্ষেপ চেয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। ২৭ সেপ্টেম্বর এসব দাবি সংবলিত ব্যানার-পোস্টারসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী দিনব্যাপী এ কর্মসূচিতে অংশ নেয়। ওয়াশিংটন মেট্রো এলাকা ছাড়াও নিউইয়র্ক থেকে কর্মসূচিতে অংশ নেন অনেকে। অংশগ্রহণকারী নেতাদের  মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ, কামাল পাশা বাবুল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ বাবর উদ্দিন, গোলাম ফারুক শাহীন, হাফিজ খান সোহায়েল, এম এ বাতিন, হাবিবুর রহমান সেলিম রেজা, সৈয়দ এম রেজা, আনোয়ারুল ইসলাম, জসিম ভুঁইয়া, সৈয়দা মাহমুদা শিরিন, সৈয়দ জুবায়ের আলী প্রমুখ। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন এবং সংযুক্ত আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির আহমেদও ছিলেন। প্রথমে তারা বিক্ষোভ করেন স্টেট ডিপার্টমেন্টের সামনে। এরপর হোয়াইট হাউস প্রাঙ্গণে। এ সময় যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ জানান, বাংলাদেশের পরিস্থিতি আন্তর্জাতিক মহলকে যথাযথভাবে অবহিত করতে আমরা বিভিন্ন পর্যায়ে দেন-দরবার চালাচ্ছি। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশের বিরোধিতাকারীদের স্বরূপ উন্মোচনের অভিপ্রায়ে ২৭ সেপ্টেম্বর হোয়াইট হাউসের সামনে ‘শান্তি সমাবেশ’ করল মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শান্তি সমাবেশে আওয়ামী লীগ নেতা মাহমুদুন্নবী বাকি জানান, জঘন্য মিথ্যাচারে মার্কিন প্রশাসন যাতে বিভ্রান্ত না হয়- সে জন্যে আমরা এ ধরনের কর্মসূচির পাশাপাশি বাইডেনের নীতি-নির্ধারকদের সঙ্গে দেন-দরবার চালিয়ে যাব। এই সমাবেশে নেতাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ড. সিদ্দিকুর রহমান, এম ফজলুর রহমান, নিজাম চৌধুরী, সামাদ আজাদ, আইরিন পারভিন, মোর্শেদা জামান, আশরাফুজ্জামান, আবুল হাসিব মামুন, মমতাজ শাহনাজ, ফরিদ আলম, হাজী এনাম, মহিউদ্দিন দেওয়ান, সালায়মান আলী, দেওয়ান বজলু, খোরশেদ খন্দকার, আতাউল গনি আসাদ প্রমুখ। শান্তি সমাবেশের পর রাতে নিকটস্থ হোটেল হিল্টনের লবিতে শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের কেক কাটেন নেতা-কর্মীরা। এ সময় অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

সর্বশেষ খবর