মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

অগ্রণী ভূমিকা নিতে হবে সরকারকে

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু

অগ্রণী ভূমিকা নিতে হবে সরকারকে

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেছেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারকেই অগ্রণি ভূমিকা নিতে হবে। তিনি বলেন, আমাদের নির্লিপ্ত থাকার কোনো সুযোগ নেই। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সরকার প্রথমে উদ্যোগ নেবে। পরে প্রশাসনের মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, পূজামন্ডপে কোরআন শরিফ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চলমান অস্থিরতা রোধে রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, এমনকি বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের শিক্ষার্থীদের যুক্ত করে পুরো বিষয়টাকে আগে নিয়ন্ত্রণে আনতে হবে। এটি আগামী সাত দিনের মধ্যেই করা উচিত বলে আমি মনে করি। তিনি বলেন, এরপর এর পেছনে কারা। তাদের খুঁজে বের করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এই ঘটনাটা রাজনৈতিক ইস্যু হিসেবে না দেখে মানবিক বিপর্যয় হিসেবে দেখা ভালো। তিনি আরও বলেন, যে ধর্মনিরপেক্ষতার কথা আমরা বলি, সেটা প্রথমে রাজনৈতিক নেতাদের ধারণ করতে হবে। রাজনীতিবিদদের দেশের সংস্কৃতিটা বুঝতে হবে। আমরা বাঙালি একসঙ্গে নামলে যে কোনো আন্দোলনেই সফলতা আসে। ধর্ষণের বিরুদ্ধে বড় আন্দোলন হওয়ায় এই ঘটনা কমেছে। সবাই একত্রিত হয়ে আমরা করোনা মহামারী নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তাই সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে, বলেন তিনি।

সর্বশেষ খবর