মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ফের বাল্কহেডের ধাক্কায় বুড়িগঙ্গায় নৌকাডুবি

মা-মেয়ে-ভাগ্নের লাশ উদ্ধার, বোন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরের হুজুরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ফের বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। গতকাল সকালে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় তিন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন। নৌ-পুলিশ বাল্কহেড ও এর চালকসহ ছয়জনকে আটক করেছে। যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন- রেখা (২৯), তার মেয়ে সানজিদা (৮) ও বোনের ছেলে শফিকুল (৭)। নিখোঁজ রয়েছেন রেখার বোন শীতল (২৭)। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, নৌকাটি কেরানীগঞ্জ খোলামুড়া ঘাট থেকে কামরাঙ্গীরচর হুজুরঘাট আসছিল। নৌকায় মাঝিসহ ১১ জন যাত্রী ছিলেন। যাত্রীবাহী নৌকাটি ঘাট থেকে কিছুটা দূরে যেতেই বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায়। সাতজন সাঁতরে তীরে উঠতে পারলেও শিশুসহ চারজন তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা হুজুরঘাট থেকে প্রথমে রেখা ও তার মেয়ে সানজিদার লাশ উদ্ধার করে। বেলা ২টার দিকে উদ্ধার করা হয় শিশু শফিকুলের লাশ। নৌ-পুলিশ জানায়, হতাহত ব্যক্তিদের বাড়ি কেরানীগঞ্জের জিয়ানগর বাজারসংলগ্ন খোলামুড়া এলাকায়। নৌকায় ১০ যাত্রীর মধ্যে সাতজনই হতাহতের পরিবারের ছিল। চারজন নিরাপদে তীরে আসতে পারলেও দুই নারী ও দুই শিশু পানিতে তলিয়ে যায়। পরে এদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এবং তাদের মরদেহ মৃত রেখার স্বামী সিরাজের কাছে হস্তান্তর করা হয়েছে।  বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সোবাহান মিয়া বলেন, এ ঘটনায় বাল্কহেডটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে বাল্কহেডের চালকসহ ছয়জনকে।

প্রসঙ্গত, প্রায়ই বাল্কহেডের ধাক্কায় বুড়িগঙ্গায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটছে। গত ৩ আগস্ট রাতে কেরানীগঞ্জের মান্দাইল এলাকায় বালুবাহী বাল্কহেড এম একতার ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে শিশু ইশামণি (১০) ও ইসরাতের (১২) মৃত্যু হয়। ২ এপ্রিল বুড়িগঙ্গায় একটি বাল্কহেড যাত্রীবাহী ট্রলারকে ধাক্কা দিলে সেটি অর্ধশতাধিক যাত্রীসহ ডুবে যায়।

সর্বশেষ খবর