মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের পাশে হেলে যাওয়া রো রো ফেরি আমানত শাহকে উদ্ধারে নেমেছে চট্টগ্রামের বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ কোম্পানি। তাদের একটি ডুবুরি দল গতকাল সকালেই ঘটনাস্থলে পৌঁছেছে। ডুবুরি দলের প্রধান আবদুর রহমান বলেন, ‘রবিবার নির্দেশ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে আজ (সোমবার) সকালে পাটুরিয়া ঘাটে এসেছি। আমাদের আরও সদস্য পথে রয়েছেন। যানজটে আটকে আছে তিন ইঞ্চি ওয়ার মালামাল বোঝাই ট্রাক। নদীপথে আমাদের নিজস্ব ছয়টি উইন্স বার্জ, ছয়টি পন্টুনসহ আসছে ৬ ইঞ্চি ওয়ার। প্রতিটি পন্টুন ওয়েট টানবে ৪০০ টন।’ তিনি আরও বলেন, ‘ডুবুরি দলসহ ৩ ইঞ্চি ওয়ার ঘাটে আসা মাত্র প্রাথমিক সার্ভের কাজ শুরু হবে। তবে ফেরি উদ্ধারের মূল কাজ শুরু হবে চট্টগ্রাম থেকে নদীপথে রওনা হওয়া ছয়টি উইন্স বার্জের ছয়টি পন্টুনভর্তি ইকুইপমেন্ট আসার পর। নদীর তলদেশ থেকে অক্ষত অবস্থায় ফেরিটি তুলতে তিন-চার দিন লাগতে পারে।’ জানা গেছে, প্রতিষ্ঠানটির উদ্ধারকারী জাহাজ উইন্স বার্জ দিয়ে উদ্ধার অভিযান চালাবে, যার সক্ষমতা ১ হাজার ৬০০ মেট্রিক টন। উল্লেখ্য, ২৭ অক্টোবর ১৭টি যানবাহন নিয়ে আমানত শাহ রো রো ফেরিটি পাটুরিয়া প্রান্তে এসে ডান দিকে কাত হয়ে অর্ধনিমজ্জিত হয়ে যায়। পরে যানবাহন উদ্ধার করা গেলেও ফেরিটি উদ্ধার করা যায়নি। জাহাজ হামজা ও রুস্তম উদ্ধারকাজে ব্যর্থ। পরে চট্টগ্রামের বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজকে ফেরি উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়।
শিরোনাম
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’