মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
পাটুরিয়ায় ফেরি ডুবি

উদ্ধারকাজে এবার জেনুইন কোম্পানি

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের পাশে হেলে যাওয়া রো রো ফেরি আমানত শাহকে উদ্ধারে নেমেছে চট্টগ্রামের বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ কোম্পানি। তাদের একটি ডুবুরি দল গতকাল সকালেই ঘটনাস্থলে পৌঁছেছে। ডুবুরি দলের প্রধান আবদুর রহমান বলেন, ‘রবিবার নির্দেশ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে আজ (সোমবার) সকালে পাটুরিয়া ঘাটে এসেছি। আমাদের আরও সদস্য পথে রয়েছেন। যানজটে আটকে আছে তিন ইঞ্চি ওয়ার মালামাল বোঝাই ট্রাক। নদীপথে আমাদের নিজস্ব ছয়টি উইন্স বার্জ, ছয়টি পন্টুনসহ আসছে ৬ ইঞ্চি ওয়ার। প্রতিটি পন্টুন ওয়েট টানবে ৪০০ টন।’ তিনি আরও বলেন, ‘ডুবুরি দলসহ ৩ ইঞ্চি ওয়ার ঘাটে আসা মাত্র প্রাথমিক সার্ভের কাজ শুরু হবে। তবে ফেরি উদ্ধারের মূল কাজ শুরু হবে চট্টগ্রাম থেকে নদীপথে রওনা হওয়া ছয়টি উইন্স বার্জের ছয়টি পন্টুনভর্তি ইকুইপমেন্ট আসার পর। নদীর তলদেশ থেকে অক্ষত অবস্থায় ফেরিটি তুলতে তিন-চার দিন লাগতে পারে।’ জানা গেছে, প্রতিষ্ঠানটির উদ্ধারকারী জাহাজ উইন্স বার্জ দিয়ে উদ্ধার অভিযান চালাবে, যার সক্ষমতা ১ হাজার ৬০০ মেট্রিক টন। উল্লেখ্য, ২৭ অক্টোবর ১৭টি যানবাহন নিয়ে আমানত শাহ রো রো ফেরিটি পাটুরিয়া প্রান্তে এসে ডান দিকে কাত হয়ে অর্ধনিমজ্জিত হয়ে যায়। পরে যানবাহন উদ্ধার করা গেলেও ফেরিটি উদ্ধার করা যায়নি। জাহাজ হামজা ও রুস্তম উদ্ধারকাজে ব্যর্থ। পরে চট্টগ্রামের বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজকে ফেরি উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়।

সর্বশেষ খবর