বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে

হাসপাতাল ছাড়াও বাসায় রান্না করা খাবার খাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। রুটিন অনুযায়ী তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল ছাড়াও মাঝে-মধ্যে বাসা থেকে রান্না করে আনা খাবার খাচ্ছেন তিনি। তাঁর বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো মেডিকেল বোর্ড নিয়মিত পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এসব তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এস্কান্দার, প্রয়াত ভাই মেজর (অব.) সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার নিয়মিত হাসপাতালে তাঁর পাশে সময় দিচ্ছেন। গত ২৪ অক্টোবর লন্ডন থেকে ঢাকায় আসেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান। সূত্র আরও জানায়, এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। ৭৬ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘ দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন। এ ছাড়া করোনাভাইরাস পরবর্তী বিভিন্ন জটিলতাও দেখা দেয় তাঁর শরীরে।

সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের শরীরের একটি অংশের চামড়ায় ফোসকার মতো (লাম্প বা চাকা) হয়ে                 গিয়েছিল। এর কারণ নির্ণয়ে গত ২৫ অক্টোবর তার বায়োপসি করা হয়। ২০১৮ সালে দুদকের মামলায় কারাগারে যাওয়ার পর থেকে তাঁর কিডনি, লিভার সমস্যা, ডায়াবেটিস, রক্তচাপ, আর্থ্রাইটিস ও চোখের সমস্যা আরও প্রকট হয়। ২০২০ সালে ২৫ মার্চ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার শর্ত সাপেক্ষে তাঁর দন্ড স্থগিত করে। এরপর পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন করা হয়। কিন্তু এ ব্যাপারে সরকার অনুমতি দিচ্ছে না।

সর্বশেষ খবর