শিরোনাম
শনিবার, ৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

তালাকের কারণ জানতে চাওয়ায় স্ত্রীকে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি

তালাকের কারণ জানতে চাওয়ায় স্বামীর হাতে খুন হন স্ত্রী। ঘটনাটি ঘটে ঝালকাঠি সদর উপজেলার বেরমহল গ্রামে। গত ১৩ অক্টোবর বেরমহল গ্রামে স্বামীর বাড়ির পাশে ডোবা থেকে গৃহবধূ পারভীন আক্তারের (২৪) লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন থেকেই পারভীনের স্বামী তানজিল পলাতক ছিলেন। লাশ উদ্ধারের ঘটনায় ১৪ নভেম্বর সদর থানায় মামলা হয়। গত মঙ্গলবার প্রধান আসামি তানজিলকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

বৃহস্পতিবার আসামিকে ঝালকাঠি আদালতে তোলা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠান। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে প্রেস ব্রিফিং করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার অরিত সরকার। তিনি আসামির স্বীকারোক্তির বরাত দিয়ে জানান, তানজিল গত ১২ অক্টোবর রাত ১০টার দিকে স্ত্রী পারভীনকে শ্বাসরোধে হত্যা করে গুমের উদ্দেশে ডোবায় ফেলে দেন। স্ত্রী হত্যার কথা স্বীকার করে রোমহর্ষক বর্ণনা  দেন তানজিল। জানা যায়, গত ৯ অক্টোবর পারভীন শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েকে নিয়ে ঢাকায় তার মায়ের কাছে যান। এরপর জানতে পারেন স্বামী তাকে তালাক দিয়েছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তিনি ঢাকা থেকে বাড়ির পাশের একটি বাড়িতে ওঠেন। ১২ অক্টোবর রাতে পারভীনের ফোনে কল দিয়ে তাকে বাইরে যেতে বলেন তানজিল। তখন বাড়ির পাশের খালি জায়গায় তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পারভীনকে গলাটিপে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে  দেন তানজিল।

সর্বশেষ খবর