রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

গুঁড়িগুঁড়ি বৃষ্টি শীতের আভাস

নিজস্ব প্রতিবেদক

গুঁড়িগুঁড়ি বৃষ্টি শীতের আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ কেটে গেছে। তবে স্বাভাবিক মৌসুমি লঘুচাপ রয়েছে। আকাশ আংশিক মেঘলা রয়েছে। গতকাল দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে ঢাকাসহ দেশের অনেক জেলায়। এমন আবহাওয়া আজ-কালও থাকতে পারে। এ ছাড়া কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি

বৃষ্টির আভাস রয়েছে। তবে এ বৃষ্টিতে শীত আসার ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। নভেম্বরের শুরুতে সপ্তাহখানেক ধরে হিম হিম আবহাওয়া বিরাজ করলেও দু-এক দিন ধরে তুলনামূলক গরম ভাব রয়েছে। একজন আবহাওয়াবিদ জানান, মেঘলা আবহাওয়ায় তাপমাত্রা একটু বেড়েছে। আজ-কাল কোথাও হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। মেঘ কেটে রোদেলা ও শুষ্ক আবহাওয়ায় কয়েকদিন পর তাপমাত্রা কমবে। তাপমাত্রা কমার আভাস থাকলেও পুরোপুরি শীত আসবে নভেম্বরের শেষে। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে আর দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপ হিসেবে উত্তর তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি গুরুত্বহীন হয়ে যেতে পারে।

সর্বশেষ খবর