জামালপুরের দেওয়ানগঞ্জের বহিষ্কৃত পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে আটক করেছে র্যাব। বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান চলাকালে দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গতকাল সকালে রাজধানীর উত্তরার হোটেল ডি মেরিডিয়ান থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজা, হেরোইন ও সাড়ে ৩ লাখ টাকা জব্দ করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে জানান, অভিযুক্ত ওই পৌর মেয়রকে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ান থেকে আটক করা হয়। জামালপুরের দেওয়ানগঞ্জে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহকে চড় মেরেছেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন শাহনেওয়াজ। দেওয়ানগঞ্জ সরকারি হাই স্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে সবার সামনেই এসব করেন তিনি। সূত্র জানায়, অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করছিলেন শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহ। ওই দিন ভোর থেকে সেই মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করছিলেন। মেয়র শাহনেওয়াজ শাহানশাহও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান। উপস্থাপক শিক্ষা কর্মকর্তা মেহেরউল্লাহ মেয়রের নাম পাঁচ নম্বরে ডাকায় ক্ষুব্ধ হন তিনি। একপর্যায়ে শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং তার গালে চড় মারেন মেয়র। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জানান শিক্ষা কর্মকর্তা। এরপর ওই মেয়র দলীয় পদ হারান। বরখাস্ত হন মেয়র পদ থেকেও। সমালোচনার মধ্যে নিজেকে বাঁচাতে জামালপুর থেকে চলে আসেন ঢাকায়। জানা গেছে, বুধবার রাতে তিনি ওঠেন উত্তরার হোটেল ডি মেরিডিয়ানে। কিন্তু কয়েক ঘণ্টা যেতে না যেতেই মাদকসহ ধরা পড়েন র্যাবের জালে। শাহনেওয়াজকে আটকের পর সেখানে বেলা সাড়ে ১২ টায় এক ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সদ্য বহিষ্কৃত মেয়র শাহনেওয়াজের বিরুদ্ধে জামালপুরে একটি মামলা হয়েছে। এর পরই আত্মগোপনে চলে যান তিনি। তাকে নজরদারিতে রেখেছিলেন র্যাবের গোয়েন্দারা। আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষা কর্মকর্তাকে চড় মারার কথা শিকার করেছেন শাহনেওয়াজ। আগে ফুল দিতে না পারার ক্ষোভ থেকেই তিনি এ কাজ করেছিলেন। তিনি নিয়মিত মাদক সেবন করতেন। তার কাছ থেকে ৩ লাখ টাকাও জব্দ করা হয়েছে। বহিষ্কৃত মেয়র শাহনেওয়াজের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পেয়েছে র্যাব। সেই সঙ্গে নানা সময় শৃঙ্খলা-পরিপন্থী কাজের জন্য তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাকে জামালপুর থানায় হস্তান্তর করা হবে।
শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া