জামালপুরের দেওয়ানগঞ্জের বহিষ্কৃত পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে আটক করেছে র্যাব। বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান চলাকালে দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গতকাল সকালে রাজধানীর উত্তরার হোটেল ডি মেরিডিয়ান থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজা, হেরোইন ও সাড়ে ৩ লাখ টাকা জব্দ করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে জানান, অভিযুক্ত ওই পৌর মেয়রকে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ান থেকে আটক করা হয়। জামালপুরের দেওয়ানগঞ্জে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহকে চড় মেরেছেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন শাহনেওয়াজ। দেওয়ানগঞ্জ সরকারি হাই স্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে সবার সামনেই এসব করেন তিনি। সূত্র জানায়, অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করছিলেন শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহ। ওই দিন ভোর থেকে সেই মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করছিলেন। মেয়র শাহনেওয়াজ শাহানশাহও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান। উপস্থাপক শিক্ষা কর্মকর্তা মেহেরউল্লাহ মেয়রের নাম পাঁচ নম্বরে ডাকায় ক্ষুব্ধ হন তিনি। একপর্যায়ে শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং তার গালে চড় মারেন মেয়র। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জানান শিক্ষা কর্মকর্তা। এরপর ওই মেয়র দলীয় পদ হারান। বরখাস্ত হন মেয়র পদ থেকেও। সমালোচনার মধ্যে নিজেকে বাঁচাতে জামালপুর থেকে চলে আসেন ঢাকায়। জানা গেছে, বুধবার রাতে তিনি ওঠেন উত্তরার হোটেল ডি মেরিডিয়ানে। কিন্তু কয়েক ঘণ্টা যেতে না যেতেই মাদকসহ ধরা পড়েন র্যাবের জালে। শাহনেওয়াজকে আটকের পর সেখানে বেলা সাড়ে ১২ টায় এক ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সদ্য বহিষ্কৃত মেয়র শাহনেওয়াজের বিরুদ্ধে জামালপুরে একটি মামলা হয়েছে। এর পরই আত্মগোপনে চলে যান তিনি। তাকে নজরদারিতে রেখেছিলেন র্যাবের গোয়েন্দারা। আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষা কর্মকর্তাকে চড় মারার কথা শিকার করেছেন শাহনেওয়াজ। আগে ফুল দিতে না পারার ক্ষোভ থেকেই তিনি এ কাজ করেছিলেন। তিনি নিয়মিত মাদক সেবন করতেন। তার কাছ থেকে ৩ লাখ টাকাও জব্দ করা হয়েছে। বহিষ্কৃত মেয়র শাহনেওয়াজের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পেয়েছে র্যাব। সেই সঙ্গে নানা সময় শৃঙ্খলা-পরিপন্থী কাজের জন্য তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাকে জামালপুর থানায় হস্তান্তর করা হবে।
শিরোনাম
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার