বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
প্রকৃতি

বনের মেছো বাঘ মানুুষের খাঁচায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বনের মেছো বাঘ মানুুষের খাঁচায়

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের গঙ্গানগর গ্রামে একটি  মেছো বাঘ উদ্ধার হয়েছে। গতকাল দুপুরে পুকুর পাড়ের ঝোপ থেকে উদ্ধার হওয়া বাঘটিকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। গঙ্গানগর গ্রামের মো. হুমায়ুন ভূঁইয়ার ছেলে মো. জাফর ভূঁইয়া জানান, দুপুরের দিকে পুকুর পাড়ের ঝোপে হঠাৎ তিনটি মেছো বাঘের ছানা নজরে পড়ে। ছোট ছেলেমেয়েরা ধাওয়া করে একটিকে ধরে ফেলে। হাঁস-মুরগির বাচ্চা খেয়ে ফেলে বলে সেটিকে তারা পিটিয়ে মারতে চেয়েছিল। তাদের বুঝিয়ে ছানাটিকে এনে বাড়িতে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। এটিকে দেখার জন্য বাড়িতে লোকজন ভিড় করছে। কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ-উল-আলম বলেন, আমরা মেছো বাঘের ছানা ধরা পড়ার খবর পেয়েছি। বন বিভাগের মাধ্যমে মেছো বাঘের ছানাটিকে অবমুক্ত করার ব্যবস্থা করা হবে।

সর্বশেষ খবর