বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
পি কে হালদারের অর্থ কেলেঙ্কারি

বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তাকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

বিদেশে পলাতক এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারের দুর্নীতিতে সহযোগিতার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক ও মামলাটির তদন্ত কর্মকর্তা মো. গুলশান আনোয়ার প্রধান এ চার কর্মকর্তাকে আগামী ২৪ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে তাদের দুদক কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন।

দুদক সূত্র জানায়, বক্তব্যের জন্য যাদের ডাকা হয়েছে তারা হলেন- বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ফেরদৌস কবির, এ বি এম মোবারক হোসেন, একই বিভাগের উপপরিচালক মো. হামিদুল আলম ও সহকারী পরিচালক মো. কাদের আলী।

 

সর্বশেষ খবর