শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ০০:০০ টা

কলম্বো নিরাপত্তা সংলাপে পর্যবেক্ষক বাংলাদেশ

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

চার দেশের ‘কলম্বো নিরাপত্তা সংলাপ’ বৈঠকে বাংলাদেশ এই প্রথম যোগ দিয়েছে। তবে পর্যবেক্ষক হিসেবে। মালদ্বীপে ৯-১০ মার্চ অনুষ্ঠিত এই সংলাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা ও প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক।

ভারতীয় পররাষ্ট্র দফতর গতকাল জানায়, সংলাপের সদস্য দেশ মালদ্বীপ, ভারত, শ্রীলঙ্কা          এবং নবতম সদস্য মরিশাস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের পঞ্চম বৈঠক সাফল্যের সঙ্গেই শেষ করেছে। বাংলাদেশ ও সিচেলেসের প্রতিনিধিরা এ বৈঠকে পর্যবেক্ষক হিসেবে অংশ নেন।

বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রীর দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা তারিক সিদ্দিক সংলাপ বৈঠকে যাওয়ার আগে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন।

মোদি তাকে আশ্বাস দেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি আগামী বছরগুলোয় পূর্ণ সহযোগিতা করবেন। সংলাপে ভারতীয় দলের নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভাল।

 

সর্বশেষ খবর