শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ০০:০০ টা
প্রকৃতি

বাদুড়ের শত বছরের অভয়ারণ্য

আবদুল বারী, নীলফামারী

বাদুড়ের শত বছরের অভয়ারণ্য

একসময়  গ্রামগঞ্জে, বনে জঙ্গলে উঁচু গাছের মগডালে বাদুড় মাথা নিচু করে ঝুলে থাকার দৃশ্য হামেশাই চোখে পড়ত। তখন বাদুড়ের ওড়াউড়ি আর কিচিরমিচির শব্দে চিরায়িত গ্রামবাংলার প্রকৃতি সাজত অন্য রূপে। বর্তমানে নিরাপদ আবাসস্থল, খাবারের সংকট, গ্রামে বিদ্যুৎ লাইনের কারণে বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী নিশাচর প্রাণী বাদুড়।    প্রকৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাদুড় এখন ১০ গ্রামেও চোখে পড়ে না। এদিকে নীলফামারীর কিশোরগঞ্জ  উপজেলার  চাঁদখানা ইউনিয়নের নগরবন গ্রামের প্রায় দুই বিঘা জমিতে একটি পুরনো বটগাছ, শিমুল গাছ এবং বাঁশবাগান বাদুড়ের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এ যেন বাদুড়ের রাজ্য। কারমাইকেল বিশ্ববিদ্যালয়ের বিএসসি অনার্সের শিক্ষার্থী অন্তরা আক্তার বলেন, বাদুড় নিরীহ প্রাণী। এরা যেন পোষা প্রাণীদের মতোই নির্ভয়ে বসবাস করছে বহুকাল ধরে। পাখি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন বলেন, বাদুড়  কীটপতঙ্গ খেয়ে ফসলকে রক্ষা করে। পরাগায়ন সৃষ্টি করে। তাই মানব কল্যাণকারী ও পরিবেশবান্ধব এ স্তন্যপায়ী প্রাণীটি রক্ষা করা আমাদের দায়িত্ব।

সর্বশেষ খবর