সোমবার, ১১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে বিক্রির শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

-মো. নজরুল ইসলাম, সম্পাদক, চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বিক্রির শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লি.-এর সম্পাদক মো. নজরুল ইসলাম বলেছেন, চট্টগ্রামে প্রতিদিন আমাদের সংগঠনের মাধ্যমে ৫ হাজার ৮০০ কপি বাংলাদেশ প্রতিদিন আনা হয়। এর মধ্যে প্রায় সবই বিক্রি হয়ে যায়। বিক্রির হিসেবে বাংলাদেশ প্রতিদিন শীর্ষ অবস্থানে রয়েছে। তিনি বলেন, আমাদের সমিতির মাধ্যমে প্রথম আলো ৫ হাজার ২০০ কপি, কালের কণ্ঠ ১২০০, আজকের পত্রিকা ১০০০, নয়া দিগন্ত ৯০০, যুগান্তর ৬০০, সমকাল ৪৫০, আমাদের সময়  ৪৫০, দেশ রূপান্তর ২৫০ ও সময়ের আলো ৫০ কপি হকাররা নিয়ে যায়। এর মধ্যে ফেরতও আসে অনেক পত্রিকা।

প্রচার সংখ্যায় শীর্ষে থাকা বাংলাদেশ প্রতিদিন প্রসঙ্গে তিনি বলেন, পত্রিকা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার মূল কারিগর হলেন হকাররা। পত্রিকা কর্তৃপক্ষের সঙ্গে হকারদের খুবই ভালো সম্পর্ক। ফলে হকাররা আন্তরিকতার সঙ্গে পত্রিকাটি বিক্রি করে থাকেন। তাছাড়া প্রতিদিন ইসলামী লেখা থাকা, ভালো খবরকে গুরুত্ব দিয়ে ছাপানো এবং কম কথায় বেশি খবর প্রকাশ করার কারণে বাংলাদেশ প্রতিদিন অসম্ভব রকম পাঠকপ্রিয়তা পেয়েছে।

সর্বশেষ খবর