রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বিপুল ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি

বিপুল ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে কোটি টাকা দামের ৮০ হাজার ইয়াবাসহ এক মিয়ানমার নাগরিককে গ্রেফতার করেছে বিজিবি। নাফ নদের জালিয়ার দ্বীপ এলাকা থেকে শুক্রবার গভীর রাতে এ মাদক উদ্ধার করা হয় বলে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান। গ্রেফতার হওয়া মোহাম্মদ কামাল হোসেন (২৫) মিয়ানমার মংডু বুচিদং এলাকার মৃত আবদুুল গফফারের ছেলে। বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ইফতেখার বলেন, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান প্রবেশের গোপন খবরে বিজিবির দুটি বিশেষ টহলদল ঘটনাস্থলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মিয়ানমার সীমান্ত থেকে দুজন ব্যক্তিকে নাফ নদ সাঁতরিয়ে একটি প্লাস্টিকের বস্তা নিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে আসতে দেখা যায়। এ সময় বিজিবি ধাওয়া দিয়ে বস্তাসহ এক মিয়ানমার নাগরিককে গ্রেফতার করলেও আরেকজন পালিয়ে যায়। পরে ওই বস্তায় তল্লাশি চালিয়ে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৪০ লাখ টাকা। তিনি বলেন, আটক মিয়ানমার নাগরিককে উদ্ধার করা মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে পৃথক আইনে মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর