শুক্রবার, ১৩ মে, ২০২২ ০০:০০ টা

চার্জার ফ্যানে দেড় কোটি টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কোটি টাকার সোনার বারসহ বাহরাইনফেরত এক যাত্রীকে গ্রেফতার করেছে ঢাকা কাস্টম হাউস (ডিসিএইচ)। ওই যাত্রীর নাম শফিকুল ইসলাম। বুধবার সন্ধ্যায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে গ্রেফতার করা হয়। সোনাগুলো চার্জার ফ্যানের মধ্যে বিশেষ কায়দায় আনা হয়েছিল। ডিসিএইচের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন বলেন, বুধবার সন্ধ্যা ৭টায় গলফ এয়ারের একটি ফ্লাইটে (জিএফ-২৫০) ঢাকায় আসেন শফিকুল। শাহজালাল বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার লাগেজ স্ক্যান করা হয়। ভিতরে ইলেকট্রিক ফ্যানের মধ্যে সোনার উপস্থিতি পাওয়া যায়। পরে লাগেজ খুলে ফ্যানের ব্যাটারির মধ্যে ২০ পিস সোনার বার পাওয়া যায়।

যার ওজন প্রায় ২ কেজি ৩০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। এর আগে, গত ২৯ এপ্রিল শাহজালাল বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকার সোনা জব্দ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। ওই যাত্রীরা দুবাই থেকে ইকে-৫৮৪ বিমানে ঢাকায় আসেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের হ্যান্ড লাগেজ তল্লাশি করে ৩ কেজি ৬৩৩ গ্রাম সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৫৪ লাখ ৩১ হাজার টাকা। পরে তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর