বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২ ০০:০০ টা
দুমড়ে মুচড়ে গেল গাড়ি

বাঁচার আকুতি ১ ঘণ্টা ধরে, রক্ষা হলো না

নাটোর প্রতিনিধি

বাঁচার আকুতি ১ ঘণ্টা ধরে, রক্ষা হলো না

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাসের বডির চাপায় আটকে গিয়েছিলেন যাত্রী আল মাহবুব। তিনি প্রাণে বাঁচার জন্য প্রায় এক ঘণ্টা ধরে আকুতি জানাচ্ছিলেন। কিন্তু  কোনো লাভ হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা বডি কেটে বের করার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

প্রাপ্ত খবর অনুযায়ী, বড়াইগ্রামে বালুভর্তি   ট্রাকের সঙ্গে যাত্রীবাহী  মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল রাত ৩টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার নগর কয়েনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- মাইক্রোবাসের চালক মনিরুজ্জামান (৩৫) ও যাত্রী আল মাহবুব (৪৩)। আহতদের বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফিরোজ হোসেন জানান, নোহা মাইক্রোবাসটি চুয়াডাঙ্গা থেকে রাজশাহী পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে বালুবোঝাই ট্রাকের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকটি উল্টে যায়। দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। মাইক্রোবাসের বডির চাপায় আটকে যান যাত্রী আল মাহবুব। তারপর বাঁচার জন্য ঘণ্টাখানেক আকুতি করলেও ফায়ার সার্ভিসের কর্মীরা বডি কেটে বের করার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে তার মৃত্যু হয়। ফিরোজ হোসেন জানান, ‘মাইক্রোবাসের দুই পাশের দরজার মধ্যে আটকা পড়েন যাত্রী আল মাহবুব।’ নিহত চালক মনিরুজ্জামান চুয়াডাঙ্গা জেলা সদরের তালতলা পশুরহাট এলাকার আছিরউদ্দিনের ছেলে ও হতভাগ্য নিহত যাত্রী আল মাহবুব একই উপজেলার গহরপাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে। আহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ও তাদের বাড়ি একই এলাকায়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর