বরিশালের মুলাদী উপজেলায় নির্মমভাবে মনির হাওলাদার নামে এক যুবকের চোখ তোলার পর গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সকালে ওই উপজেলার কাজিরচর ইউনিয়নের চর কমিশনার গ্রামের কৃষি জমি থেকে মনিরের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মনির হাওলাদার (৩২) ওই গ্রামের সালাম হাওলাদারের ছেলে এবং মুলাদী পৌর শহরের একটি বাস কাউন্টারের কেরানি।
মনিরের ছোট ভাই পাভেল হাওলাদার জানান, সোমবার রাত ৯টায় মনির তার কাছ থেকে ৫০ টাকা নিয়ে বাড়ির বাইরে যায়। এরপর আর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। গতকাল সকাল ৯ টার দিকে তাদের পার্শ্ববর্তী আবুল সরদারের বাড়ির পাশে কৃষি জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। এ সময় পরিবারের লোকজন মনিরের লাশ শনাক্ত করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন তারা। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে চরকমিশনার গ্রামের কৃষি জমি থেকে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার আগে তার বাম চোখ উৎপাটন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য তার লাশ বরিশাল মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        