সোমবার, ৩০ মে, ২০২২ ০০:০০ টা
প্রকৃতি

লজ্জাবতী বানর উদ্ধার শ্রীপুরে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

লজ্জাবতী বানর উদ্ধার শ্রীপুরে

গাজীপুরের শ্রীপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী একটি বানর উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের খাসপাড়া এলাকা থেকে বানরটি উদ্ধার করা হয়।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আবুল হোসেনের ছেলে রাজন আম পাড়তে গিয়ে গাছে বানরটিকে দেখতে পায়। সে এটিকে ধরে বাড়িতে নিয়ে আসে। বানরটি তখন খুবই দুর্বল ও ক্ষুধার্ত ছিল। স্বাভাবিক খাবার দেওয়ার পর বানরটি এখন সুস্থ আছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে

জানা যায়, ওই এলাকায় এক সময় গভীর বন ছিল। বনে বাঘ, হরিণসহ বিভিন্ন প্রাণী ছিল। এখন বন নেই, প্রাণীও নেই। এর আগে এমন প্রাণী তারা দেখেননি। এ দুর্লভ প্রাণীটি কীভাবে কোথা থেকে লোকালয়ে এসেছে তা তাদের বোধগম্য নয়। শরীরের লোম ধূসর সাদা, চোখ দুটি কালো ভাসা ভাসা। প্রাণী বিশেষজ্ঞদের মতে, এটি লজ্জাবতী বানর। লজ্জাবতী বানর ছোট আকারের। এটি বেঙ্গল স্লো লরিস নামে পরিচিত। স্তন্যপায়ী শ্রেণির লরিসিডি পরিবারের সদস্য এ বানর বাংলাদেশের বন্যপ্রাণী আইনের তফসিল-১ অনুসারে সংরক্ষিত প্রাণী।

 বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানার নজরে বিষয়টি এলে তিনি প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান।

সর্বশেষ খবর