শিরোনাম
বুধবার, ৮ জুন, ২০২২ ০০:০০ টা
জাতিসংঘের আশঙ্কা

খাদ্যাভাবে মারা যেতে পারে ৭ লাখ মানুষ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামী সেপ্টেম্বরের মধ্যে বিশ্বের ২০ দেশে ভয়ংকর খাদ্যাভাব (দুর্ভিক্ষ) দেখা দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। সোমবার প্রকাশিত বিশ্ব খাদ্য সংস্থার গবেষণা রিপোর্ট অনুযায়ী ইথিওপিয়া, নাইজেরিয়া, সাউথ সুদান, ইয়েমেনে সবচেয়ে বেশি খাদ্য সংকটের আশঙ্কা করা হয়েছে।

এ তালিকায় আফগানিস্তান এবং সোমালিয়াও রয়েছে। এ ছয় দেশে খাদ্য সংকটে সাড়ে ৭ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কাও করা হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হতে পারে দাঙ্গা-সংঘাতে লিপ্ত ইথিওপিয়ায়। সে সংখ্যা ৪ লাখ। ২০১১ সালে সোমালিয়ায় সৃষ্ট খাদ্যাভাবের চেয়েও ইথিওপিয়ায় ভয়ঙ্কর অবস্থা দেখা দিতে পারে বলে উল্লেখ করা হয়েছে। কঙ্গো, হাইতি, সাহেল, সুদান এবং সিরিয়ার অবস্থাও সঙ্গীন হতে পারে। মহামারির উচ্চ ঝুঁকিতে রয়েছে এসব দেশ। এ তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে কেনিয়া। এঙ্গোলা, লেবানন, মাদাগাস্কার এবং মোজাম্বিকের সঙ্গে শ্রীলঙ্কা, বেনিন, কাবো ভার্ডে, জিম্বাবুয়ে, গিনি এবং ইউক্রেনও যুক্ত হয়েছে চরম খাদ্যাভাবে পড়ার আশঙ্কার তালিকায়। বিশ্ব খাদ্য সংস্থার মহাপরিচালক কু ডঙ্গু এ প্রসঙ্গে উল্লেখ করেছেন, খাদ্য-সংকট ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে বর্তমানের ইউক্রেন যুদ্ধজনিত কারণে। ‘খাদ্য নিরাপত্তাহীনতার আলোকে হাঙ্গার হটস্পটস-ফাও-ডব্লিউএফপির আগাম সতর্কতা’ শীর্ষক জাতিসংঘের এ হুঁশিয়ারিতে আরও উল্লেখ করা হয়েছে, এক্ষুণি যদি যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হই, তাহলে নিদারুণ একটি পরিস্থিতিতে নিপতিত হবে বিশ্ব মানবতা। মানবিকতার স্বার্থে যতটা দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণের উদাত্ত আহ্বান জানিয়েছে খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব খাদ্য সংস্থা। জাতিসংঘ সংস্থাগুলোর উপরোক্ত গবেষণা জরিপে উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাপী খাদ্য এবং জ্বালানির মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির জন্য ইউক্রেন যুদ্ধকেই এককভাবে দায়ী করা হচ্ছে। এর ফলে করোনায় অর্থনৈতিক সেক্টরের টালমাটাল অবস্থাকে ত্বরান্বিত করছে। আর এ পরিস্থিতি ক্রমান্বয়ে গ্রাস করছে গোটা বিশ্বকেই।

সর্বশেষ খবর